ETV Bharat / state

Locket Chatterjee: চন্দননগরে সিপির অফিসে লকেটের ডেপুটেশন ঘিরে উত্তেজনা

author img

By

Published : Apr 5, 2023, 6:53 PM IST

Locket Chatterjee
চন্দননগর সিপির অফিসে

চন্দননগর সিপির অফিসে লকেট চট্টোপাধ্যায়ের ডেপুটেশন ঘিরে ভিড় বিজেপি কর্মী সমর্থকদের ৷ পুলিশ তাদের আটকালে তৈরি হয় উত্তেজনার পরিস্থিতি ৷

চন্দননগর সিপির অফিসে লকেটের ডেপুটেশন ঘিরে উত্তেজনা

চুঁচুড়া, 5 এপ্রিল: বুধবার চন্দননগর পুলিশ কমিশনার অফিসে ডেপুটেশন দিতে আসেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় । তিনি আসছেন শুনে বিজেপি সমর্থকরা জড়ো হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে ৷ সাধারণ মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী-সমর্থকরা । পুলিশ লাইনে ঢোকার মুখে কর্মী সমর্থকদের আটকে দেয় পুলিশ ৷ তারপরই শুরু হয় ধস্তাধস্তি । ঘটনাকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেখানে ৷

হাওড়ার পরিস্থিতির জন্য এদিন শাসকদল তৃণমূলকেই দায়ী করেছেন বিজেপি সাংসদ লকেট । ওই ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি । ইতিমধ্যেই হনুমান জয়ন্তীতে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । এছাড়া হাওড়া ও হুগলির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার চাইলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে বলে নির্দেশও দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ সেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, "যেভাবে রামনবমীকে বন্ধ করার চেষ্টা চলেছে তাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক । মুখ্যমন্ত্রী এ ব্যাপারে হস্তক্ষেপ করুক । উপযুক্ত দোষীদের গ্রেফতার করা হচ্ছে না । সাধারণ মানুষ কেন সহ্য করবে মারধর ও পাথরের আঘাত । আমরা সিপির কাছে অনুরোধ জানিয়েছি কেন্দ্রীয় বাহিনী যেন মোতায়ন করা হয় ।"

লকেটের বক্তব্য, তিনি হাতজোড় করে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছেন যাতে সবাইকে হনুমান জয়ন্তী পালন করতে দেওয়া হয় । পুলিশ প্রশাসন যেন সতর্ক থাকে এ বিষয়ে । মুখ্যমন্ত্রী সব সময় বলেন ধর্ম যার যার উৎসব সবার ৷ সেটা যেমন উনি মুখে বলেন কাজেও যেন তা করা হয়, সেই দাবি করেন এই সাংসদ ৷ লকেট বলেন, "মুখ্যমন্ত্রী সবসময় কেন্দ্রীয় বাহিনীর উপর দোষারোপ করে ৷ বলেন নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর খারাপ ও বর্ডারেও কেন্দ্রীয় বাহিনী খারাপ । যখন তিনি নিজেদের মধ্যে গলদ দেখতে পান ৷ তখন তিনি কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেন সব কিছু । কেন্দ্রীয় বাহিনী সব সময় তার দায়িত্ব পালন করে ৷ তাঁরা সাধারণ মানুষেরকে সুরক্ষা দেন ।"

আরও পড়ুন: ধীরে ধীরে ছন্দে ফিরলেও আতঙ্কিত রিষড়ার মানুষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.