ETV Bharat / state

Hooghly Touch in Buckingham Palace: অভিষেকে রাজা চার্লস থ্রি ও রানির সাজে থাকবে হুগলি-কন্যার ছোঁয়া, পেলেন আমন্ত্রণ

author img

By

Published : May 2, 2023, 10:42 PM IST

Hooghly Touch in Buckingham Palace
চার্লস

রাজ্যাভিষেকে ব্রিটেনের রাজা চার্লস থ্রি ও রানির সাজে থাকবে হুগলির কন্যা প্রিয়াঙ্কা মল্লিকের হাতের ছোঁয়া ৷ ওই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণও পেয়েছেন প্রিয়াঙ্কা ৷

রাজ্যাভিষেকে ব্রিটেনের রাজা চার্লস থ্রি ও রানির সাজে থাকবে হুগলির কন্যা প্রিয়াঙ্কা

হুগলি, 2 মে: হুগলির ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিকের এখন আনন্দের সীমা নেই ৷ সুদূর ব্রিটেন থেকে তাঁর জন্য এসেছে ট্রান্সকন্টিনেন্টাল ই-মেইল তথা প্রশংসাপত্র ৷ তাঁকে ধন্যবাদ জানিয়েছেন রাজা চার্লস থ্রি ৷ তাঁর জন্য একটি "প্রজাপতি ব্রোচ" ডিজাইন করেছেন প্রিয়াঙ্কা ৷ যা মন জয় করে নিয়েছে ব্রিটেনের রাজার ৷

প্রিয়াঙ্কা মল্লিকের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যখন তিনি জানতে পারেন যে তাঁর দুটি ডিজাইন আগামী 7 মে রাজ্যাভিষেক অনুষ্ঠানের সন্ধ্যার পার্টিতে জায়গা করে নিয়েছে ৷ শুধু কিং চার্লস থ্রি নন, রানি কনসোর্ট ক্যামিলা প্রিয়াঙ্কার ডিজাইন করা গোলাপের নকশায় লাল পোশাক পরবেন ।

29 বছর বয়সি প্রিয়াঙ্কা কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরের একটি ছোট গ্রামে থাকেন । তিনি ইতালির মিলান, হার্ভার্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন । তিনি ব্রিটেনের রয়্যাল কমনওয়েলথ সোসাইটিরও সদস্য । প্রিয়াঙ্কা রাজা চার্লস থ্রি-এর রাজ্যাভিষেকের অংশ হওয়ার জন্য সরাসরি আমন্ত্রণ পেয়েছেন হুগলির কন্যা ৷ এরপরেই তাঁর বাড়িতে উৎসবের আমেজ ৷ মেয়ের অগ্রগতি দেখে উচ্ছ্বসিত তাঁর পরিবার ৷

Hooghly Touch in Buckingham Palace
এল প্রশংসা পত্র

প্রিয়াঙ্কার ভাই রাজেশ মল্লিক এএনআই-কে জানিয়েছেন, "আমরা তাঁর অগ্রগতিতে খুব খুশি । গ্রামের একটি মেয়ে বাকিংহাম প্যালেসে পৌঁছেছে । আমি নিজে (আমন্ত্রণ) খাম পেয়েছি । আমরা সবসময় তাঁর পাশে আছি এবং তাঁর প্রতি সমর্থন অব্যাহত রাখব ৷"

রাজা ও রানির অভিষেকে পরার জন্য পোশাক তৈরির বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, "লন্ডনের স্থানীয় স্টাইলিস্ট এবং কর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন, তাঁরাই স্থানীয়ভাবে পোশাকগুলি সেলাই করবেন । আমি সৌভাগ্যবতী এবং রোমাঞ্চিত যে, আমার নকশাগুলি ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লস থ্রি এবং রানির রাজ্যাভিষেকের জন্য নির্বাচিত হয়েছে ৷"

Hooghly Touch in Buckingham Palace
হুগলির বাড়িতে প্রিয়াঙ্কা

দুর্ভাগ্যবশত, প্রিয়াঙ্কা আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না ৷ কারণ সবে তিনি একটি অসুস্থতা থেকে সেরে উঠছেন ৷ তবে তিনি জানালেন, "আমি ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত থাকব ৷"

শৈশব থেকেই ডিজাইনিং এবং আঁকার অনুরাগী প্রিয়াঙ্কা ৷ রানি এলিজাবেথ যে পোশাক পরতেন, তা মুগ্ধ করেছিল তাঁকে ৷ পরে ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি তাঁর আগ্রহের থেকে এই শিল্পে নিজেকে বিকশিত করেন তিনি ৷ দ্বাদশ শ্রেণি শেষ করার পরে, তিনি ভার্চুয়ালি আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনিং কোর্সে যোগ দেন এবং তাঁর কাজের জন্য স্বীকৃতি পান ।

আরও পড়ুন: রাজা তৃতীয় চার্লসকে প্রথম ফোন প্রধানমন্ত্রীর, কথা জি-20 নিয়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.