ETV Bharat / international

PM Modi-King Charles III: রাজা তৃতীয় চার্লসকে প্রথম ফোন প্রধানমন্ত্রীর, কথা জি-20 নিয়ে

author img

By

Published : Jan 4, 2023, 8:16 AM IST

PM Modi speaks to King Charles III
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজা তৃতীয় চার্লস

দেশ এবছর জি-20 গোষ্ঠীর সভাপতিত্ব করছে ৷ সে বিষয়ে কথা বলতেই মঙ্গলবার ফোনালাপ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের মধ্যে (PM Modi phone to King Charles III) ৷

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: রাজাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৷ মঙ্গলবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রসঙ্গত, 2022 সালের 8 সেপ্টেম্বর প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ তারপর ব্রিটেনের রাজা এখন তৃতীয় চার্লস ৷ যদিও ব্রিটেনের রাজবাড়ির প্রথা মেনে এখনও রাজা হিসেবে অভিষেক হয়নি তাঁর । চলতি বছরের মার্চ মাসে সেই অনুষ্ঠান হবে । রাজা হওয়ার পর মঙ্গলবার প্রথম নরেন্দ্র মোদি ও তৃতীয় চার্লসের মধ্যে ফোনে কথোপকথন হল ৷ আগামী দিনে তাঁর রাজত্বকাল সফল হোক, এই বার্তা দেন মোদি ৷ ঘটনাচক্রে নরেন্দ্র মোদিও সদ্য মাতৃহারা হয়েছেন (Prime Minister Narendra Modi spoke with King Charles III of the United Kingdom over the phone on Tuesday) ৷

এই ফোনালাপের প্রধান উদ্দেশ্য অবশ্য জি-20 সভাপতিত্ব (India's G20 Presidency) ৷ 2023 সালে ভারত জি-20 গোষ্ঠীর সভাপতি দেশ ৷ তাই এর সঙ্গে জড়িত নানাবিধ বিষয়- জলবায়ু পরিবর্তনে পদক্ষেপ, জীববৈচিত্র্য সংরক্ষণ, শক্তিক্ষেত্র নিয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রী মোদি ও রাজা তৃতীয় চার্লসের মধ্যে ৷

  • It was a pleasure to speak with His Majesty King Charles III on issues of mutual interest, including environmental protection, climate resilience, and the Commonwealth. Also discussed the priorities of India's G20 Presidency, and the potential of Mission LiFE. @RoyalFamily

    — Narendra Modi (@narendramodi) January 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী, "রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আমার কথা হয়েছে ৷ এটা সৌভাগ্যের বিষয় ৷ দু'দেশের মধ্যে সাধারণ, এমন নানাবিধ ব্যাপার- পরিবেশরক্ষা, জলবায়ুর স্থিতিস্থাপকতা এবং কমনওয়েলথ নিয়ে কথা হয়েছে ৷ জি-20 সভাপতিত্বে ভারতের কাছে কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ, মিশন লাইফ-এর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে ৷"

আরও পড়ুন: যুবরাজ থেকে রাজা হলেন তৃতীয় চার্লস ! আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ব্রিটেনের

প্রধানমন্ত্রী রাজা তৃতীয় চার্লসকে ভারতের এই জি-20 সভাপতিত্বে কী কী বিষয় অগ্রাধিকার পাচ্ছে, তা সংক্ষেপে বলেন ৷ এর মধ্য়ে রয়েছে ডিজিটাল মাধ্যমে জনকল্যাণমূলক বিষয়ের প্রচার ৷ সম্প্রতি দেশে সূচনা হয়েছে পরিবেশবান্ধব মিশন লাইফ (Mission LiFE - Lifestyle for Environment) ৷ তার প্রাসঙ্গিকতাও উল্লেখ করেন মোদি ৷ এর মাধ্যমে ভারত পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী জীবনযাপনের দিকটি ব্রিটেনের রাজার কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷

কমনওয়েলথ দেশগুলি নিয়ে একে অপরের মধ্যে দৃষ্টিভঙ্গিরও আদানপ্রদান হয় ৷ এর কার্যকারিতা কী ভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়টিও উঠে আসে ৷ ভারত ও ব্রিটেনের মধ্যে একটি জীবন্ত সেতুর মতো কাজ করে চলেছে সে দেশে বসবাসকারী ভারতীয়রা (Indian community in the UK) ৷ দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করছে ভারতীয় নাগরিক ৷ এই বিশেষ সম্প্রদায়ের প্রশংসা করেন দু'পক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.