ETV Bharat / state

রিকশা চালিয়ে মনোনয়নপত্র দিতে এলেন বলাগড়ের তৃণমূল প্রার্থী

author img

By

Published : Mar 19, 2021, 10:45 PM IST

চুঁচুড়া পিপুলপাতি মোড় থেকে প্রায় হাজার খানেক কর্মী সমর্থকদের সঙ্গে ঢাক বাজিয়ে মিছিল করে চুঁচুড়া মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়ন জমা দেন মনোরঞ্জন ব্যাপারী।

রিকশা চালিয়ে মনোনয়ন জমা দিতে এলেন তৃণমূলের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী
রিকশা চালিয়ে মনোনয়ন জমা দিতে এলেন তৃণমূলের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী

বলাগড়, 19 মার্চ : অভিনব পদ্ধতিতে মনোনয়ন জমা দিলেন বলাগড়ের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী ৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে রিকশা চালিয়ে মনোনয়ন জমা দিতে এলেন তিনি ৷ তাঁর দাবি মানুষের উৎসাহ তাঁকে আগামী দিনে জয় এনে দেবে । তিনি নিজেকে রিকশাওয়ালা বলেও দাবি করেন ৷ শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের পাশে থাকার কথাও বলেন তিনি ।


মনোনয়ন জমা দিতে এসে মনোরঞ্জনবাবু বলেন, ‘‘পেট্রল, ডিজেলের অত্যাধিক দাম বেড়েছে । তাতে মানুষকে সাইকেল রিকশা চালাতে হবে । আর বিজেপি মানুষে-মানুষে বিভেদ সৃষ্টি করছে । প্রচুর টাকা দিয়ে সবকিছু কিনতে চাইছে । সেটার প্রতিবাদ করতে হবে ।’’ বলাগড় বিধানসভা 2019 সালের লোকসভা ভোটের ফলে 34 হাজার ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল । এবার তিনি 35 হাজার ভোটে জিতবেন বলেও দাবি করেন তিনি। বলাগড়ের তৃণমূলের দুই কান্ডারি শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ও অসীম মাঝিকে নিয়ে বৈতরণী পার করতে চান ।

রিকশা চালিয়ে মনোনয়ন জমা দিতে এলেন তৃণমূলের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী
চুঁচুড়া পিপুলপাতি মোড় থেকে প্রায় হাজার খানেক কর্মী সমর্থকদের সঙ্গে ঢাক বাজিয়ে মিছিল করে চুঁচুড়া মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়ন জমা দেন তিনি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.