ETV Bharat / state

বিজেপির বুথ সভাপতির স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কর্মী

author img

By

Published : Dec 10, 2020, 3:49 PM IST

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিজেপির বুথ সভাপতির স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ৷ টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধনিয়াখালি থানার পুলিশ ৷

ধনিয়াখালি, 10 ডিসেম্বর : বিজেপির বুথ সভাপতির স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধ ৷ শুধু তাই নয়, 25 হাজার টাকার বিনিময়ে অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে । হুগলির ধনিয়াখালি থানার শ্রীরামপুর রুইদাস পাড়া এলাকার ঘটনা ৷

আরও পড়ুন : নাড্ডার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ, স্বরাষ্ট্রসচিব ও ডিজি-র কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

অভিযোগ, গতকাল ওই মহিলাকে কুপ্রস্তাব দেয় স্থানীয় তৃণমূল কর্মী শেখ সোলেমান ৷ রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ ৷ ঘটনাস্থান থেকে কোনওরকমে পালিয়ে আসেন ওই মহিলা ৷ পরে পরিবারের সদস্য এবং গ্রামবাসীদের ঘটনার কথা জানান ৷ গ্রামের মানুষ উত্তেজিত হয়ে অভিযুক্তকে বাড়ি থেকে বের করে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখে । গতকাল সন্ধ্যায় নির্যাতিতা মহিলা ধনিয়াখালি থানায় লিখিত অভিযোগ জানান ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ।

আরও পড়ুন : দুমকায় মহিলাকে গণধর্ষণে অভিযুক্ত 17 জন


তবে টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের হুগলি জেলার যুব সহসভাপতি দিব্যেন্দু বেড়া জানান, তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন ৷ আইন আইনের পথে চলবে ।

আরও পড়ুন : মহুয়া মৈত্রের ‘দু’পয়সা’র কয়েনের ধাক্কায় বেকায়দায় তৃণমূল

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে গতরাতে শেখ সোলেমানকে গ্রেপ্তার করা হয়েছে । তাকে আজ চুঁচুড়া মহকুমা আদালতে তোলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.