ETV Bharat / state

Duck Hunting: বলাগড়ে বালি হাঁস শিকার রুখল প্রশাসন

author img

By

Published : Oct 5, 2022, 10:44 PM IST

Duck Hunting
বলাগড়ে বালি হাঁস শিকার রুখল প্রশাসন ও স্থানীয়রা

বলাগড়ের সোমরা-1 গ্রাম পঞ্চায়েতের বাঁকিপুর পাইগাচি এলাকার বেশ কয়েকটি দিঘিতে প্রশাসনের তৎপরতায় বালি হাঁস শিকার বন্ধ হল (Duck Hunting) ।

হুগলি, 5 অক্টোবর: স্থানীয়দের ও প্রশাসনের তৎপরতায় বালি হাঁস শিকার বন্ধ হল । রোগ্যগ্রস্ত বালি হাঁসগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হল (Duck Hunting)। বলাগড়ের সোমরা-1 গ্রাম পঞ্চায়েতের বাঁকিপুর পাইগাচি এলাকার বেশ কয়েকটি দিঘি আছে । সেই জলাশয়গুলোতে ঝাঁকে ঝাঁকে বালি হাঁস আসে । এলাকারই কিছু লোক সেই হাঁসগুলোকে মেরে ফেলছে, বস্তায় ভরে নিয়ে যায় । বেশ কিছু হাঁসের পালক ঝরে যাওয়া রোগ দেখা যায় । সেই হাঁসগুলিকে পুকুরের পারে অনেক লোক গুলতি, লাঠি ঢিল ছুঁড়ে হাঁসগুলোকে মারার চেষ্টা করে । কেউ কেউ বাড়িতে হাঁস রেখে দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বাসিন্দা আশিষ দত্ত ৷ তিনি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার । যারা হাঁস মারছিল তাদের তাড়া করেন । কিছু হাঁস উদ্ধারও করেন । তখনই বেশির ভাগ হাঁসের রোগ দেখতে পান । ডানা থেকে পালক খুলে যাচ্ছে । তারপরই খবর দেওয়া হয় বনদফতরে ।

বলাগড়ে বালি হাঁস শিকার রুখল প্রশাসন ও স্থানীয়রা

আরও পড়ুন: বিজয়া দশমীতে নীলকণ্ঠের দেখা পেলে সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন

পাখি প্রেমী আশিষবাবু জানান, আমি সঙ্গে সঙ্গে বন বিভাগে খবর দিই ৷ বনকর্মীরা খুব তাড়াতাড়ি চলে আসেন । বলাগড় থানা থেকে লোক আসে ৷ সোমরা 1 নং পঞ্চায়েতের প্রধানকেও খবর দেওয়া হয় । সবাই সময় মতো ওই এলাকায় পৌঁছে যায় । ফলে পাখিগুলো মারা বন্ধ করা হয়, এলাকায় একটা বাড়িতে মুরগির খাঁচায় 10টার মতো হাঁস উদ্ধার করে রাখা হয় ৷ হাঁসের রোগের কথা প্রচার করা হয় । তখন অনেক বাড়িতেই হাঁস ধরে রাখা ছিল তারা আমাদের উদ্ধারের কাজে সাহায্য করেন । যারা হাঁস ধরেছিলেন এমন অনেকে ফিরিয়ে দিতে আসেন । বন বিভাগের কর্মীরা উচ্চ পদস্থ কর্মীর সঙ্গে কথাবলে কয়েকটা হাঁসকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । এলাকার জলাশয়ের জল পরীক্ষা করেন ।

বনকর্মী প্রদীপ পালুই জানান, সাঁতরাগাছিতে পরীক্ষা করা হবে কী থেকে হাঁসগুলোর ডানায় রোগ দেখা দিল । জল থেকে নাকি কোনও ভাইরাস ঘটিত রোগ হয়েছে । এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে, পঞ্চায়েত কেও বলা হয়েছে । কেউ যাতে হাঁস না মারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.