ETV Bharat / state

Udayan Guha Claims: আরও এক ডজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়, দাবি উদয়নের

author img

By

Published : Feb 8, 2023, 4:46 PM IST

Udayan Guha
মন্ত্রী উদয়ন গুহ

এবার বিজেপি বিধায়কদের দলবদলের জল্পনা (BJP MLAs May be Join TMC) উস্কে দিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ । আরও এক ডজন বিজেপি বিধায়ক যে কোনও মুহুর্তে যোগ দিতে পারে তৃণমূলে। দাবি মন্ত্রী উদয়নের।

12 জন বিজেপি বিধায়ক যে কোনও মুহুর্তে যোগ দিতে পারে তৃণমূলে

শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি: সুমন কাঞ্জিলালের পর আরও বিজেপি বিধায়কদের দলবদলের জল্পনা উসকে দিলেন উদয়ন গুহ। রাজ্যের মন্ত্রীর মন্তব্যের পরই রাজনৈতিক মহলে ফের কানাঘুষো। বুধবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দাবি করেন, আরও 12 জন বিজেপি বিধায়ক যে কোনও মুহুর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন (Udayan Guha Said Some BJP MLAs May be Join TMC)। আর মন্ত্রীর এই বক্তব্যের পরই ফের অস্বস্তিতে গেরুয়া শিবির।

সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসক শিবিরে নাম লেখান তিনি। তাঁর যোগদানে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। সুমন কাঞ্জিলারের যোগদানের পরই শাসকদলের একাধিক নেতৃত্ব দাবি করে অন্তত আরও 12 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদানের কথা রয়েছে। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সম্প্রতি দাবি করেন, উত্তরবঙ্গের অন্তত আরও তিন বিধায়ক খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন।

আগামী 10 ও 11 ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফরে আসছেন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 ফেব্রুয়ারি শিলিগুড়িতে বৈঠক রয়েছে তার। আর 11 ফেব্রুয়ারি তাঁর কোচবিহারের মাথাভাঙায় সভা রয়েছে। রাজনৈতিকমহলের ধারণা ওই সভাতেই শাসকদলে যোগ দেবেন উত্তরবঙ্গের বিধায়কেরা। রাজনৈতিক মহলের ধারণা, সুমন কাঞ্জিলারের পর কোচবিহারের গেরুয়া শিবির নিয়ে চিন্তিত নেতৃত্ব। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য নেতৃত্বকে বিজেপি বিধায়কদের দলবদল নিয়ে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: ফের কি বিধায়কদের দলবদল ? রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্যে অস্বস্তি গেরুয়া শিবিরে

তবে কোচবিহারের ছয় বিধায়ককে নিয়েই দলবদলের আশংকা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে ফের বিজেপি বিধায়কদের কোনও দলবদলের ঘটনা ঘটে কি না। বিধানসভা নির্বাচনে বিজেপি বিধায়কদের সংখ্যা 75 থাকলেও। একের পর এক দলবদলের পর সংখ্যাটা কমে 68-তে এসে দাঁড়িয়েছে। এদিন উদয়ন গুহ বলেন, "এখনও রাজ্যের অন্তত 12 জন বিধায়ক রয়েছেন, যাঁরা যে কোনও মুহুর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.