ETV Bharat / state

Siliguri Dengue Death: শিলিগুড়িতে ফের ডেঙ্গির থাবা, তৃণমূল নেতা-সহ মৃত 2

author img

By

Published : Oct 31, 2022, 4:13 PM IST

ETV Bharat
Siliguri Dengue Death

শিলিগুড়িতে ক্রমে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা (Siliguri Dengue situation) ৷ সোমবার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে 2 জনের (two died of Dengue in Siliguri) ৷ বাড়ছে উদ্বেগ ৷

শিলিগুড়ি, 31 অক্টোবর: ফের ডেঙ্গির থাবা শিলিগুড়িতে । ক্রমে শিলিগুড়িতে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে । সোমবার সকালেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দু'জনের (two died of Dengue in Siliguri) । মৃতদের মধ্যে একজন আবার তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি ৷ দু'জনেরই মৃত্যু হয়েছে শিলিগুড়ির দুটি পৃথক নার্সিংহোমে । ডেঙ্গিতে এই মৃত্যুর ঘটনায় শিলিগুড়ি পৌরনিগমের ক্ষমতাসীন বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । শুরু হয়েছে রাজনৈতিক তরজাও । ডেঙ্গিতে আক্রান্ত মৃত ও আক্রান্তদের রিপোর্টে কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি (Siliguri Dengue Death) ।

এখনও পর্যন্ত শুধুমাত্র শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 20 জনের । পাশাপাশি, আক্রান্তের সংখ্যা 3 হাজার সাতশোরও বেশি । যার ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীদের মধ্যে । পৌরনিগম ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এদিন সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে দু'জনের । দু'জনেই শিলিগুড়ি পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের ডাবগ্রামের বাসিন্দা । মৃতরা হলেন নান্টু পাল (39) ও বিষ্ণু সাহা (54 ) ।

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু জেলা কংগ্রেস নেতার

বিষ্ণু সাহা আবার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন । এদিন তাঁর মৃত্যুর পরই মরদেহ ওয়ার্ড কার্যালয়ে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ-সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মী-সমর্থকরা (Siliguri Dengue Condition)।

জানা গিয়েছে, নান্টু পালের বুধবার জ্বর আসে। এরপর বাড়িতেই তিনি ওষুধ খান । কিন্তু সাময়িকভাবে জ্বর কমলেও,শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । শনিবার তাঁকে কলেজপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় । কিন্তু এদিন সকালে তিনি মারা যান । প্লেটলেট কমে যাওয়ার পাশাপাশি, অন্যান্য অঙ্গ নিষ্ক্রিয় হয়ে গেলে তাঁর মৃত্যু হয় বলে নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে । অন্যদিকে, কালীপুজোর রাত থেকে জ্বরে আক্রান্ত হন বিষ্ণু সাহা । কাউকে কিছু না জানানোর ফলে ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং সকলে বিষয়টি জানাজানি হতেই তাকে কলেজপাড়ার একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি করানো হয় । পরে পরিস্থিতির আরও অবনতি হলে ওই রাতেই হিলকার্ড রোডের আরেকটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাঁকে । ডেঙ্গির কারণে তাঁর রক্তের প্লেটলেটের সংখ্যা 20 হাজারের নীচে নেমে যাওয়ার পাশাপাশি শরীরের অন‍্যান‍্য অঙ্গ নিষ্ক্রিয় হতে থাকে । এরপর এদিন সকালে তিনিও মারা যান ।

আরও পড়ুন : নৈহাটিকাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত-সহ 2

এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন,"খুবই দুর্ভাগ্যজনক ঘটনা । বহুদিনের সহকর্মী ও আমার । আমরা প্রথমে থেকে খবরাখবর নিচ্ছিলাম । কিন্তু চিকিৎসায় অনেকটা দেরি হয়ে গিয়েছিল ।" পালটা পৌরনিগমের বিরুদ্ধে ক্ষোভ উগরে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "এই বোর্ড একদম অপদার্থ । চূড়ান্ত গাফিলতির কারণে এভাবে মৃত্য হয়ে চলেছে । বোর্ডের সরকারি টাকায় উৎসব আর মেলা করা ছাড়া আর কোনও কাজ নেই । উলটে রিপোর্ট নিয়ে কারচুপি করছে । মানুষকে জানানো হচ্ছে না কত মৃত বা আক্রান্ত।" ডেপুটি মেয়র রঞ্জন সরকার অবশ্য বলেন,"সত্যিই এবার ডেঙ্গির প্রকোপ অনেকটা বেশি । তবে বোর্ডের প্রত্যেক সদস্য দিনরাত কাজ করছে । আমরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছি যাতে দ্রুত ডেঙ্গির প্রকোপ কমানো যায় । কিন্তু আমরা কাজ করছি না এই অভিযোগ সঠিক নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.