ETV Bharat / state

Toy Train Accident: ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত যাত্রীবাহী টয়ট্রেনের ইঞ্জিন

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 2:30 PM IST

Updated : Sep 30, 2023, 3:44 PM IST

Toy Train Accident
Toy Train Accident

Toy Train Accident in Darjeeling: দার্জিলিংয়ে লাইনচ্যুত টয়ট্রেনের ইঞ্জিন ৷ ঘুম স্টেশনের কাছে ঘটনাটি ঘটে ৷ দীর্ঘক্ষণ পরিষেবা ব্যাহত এই দুর্ঘটনার জেরে ৷ তবে যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলে রেলের তরফে জানানো হয়েছে ৷

ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত যাত্রীবাহী টয়ট্রেনের ইঞ্জিন

দার্জিলিং, 30 সেপ্টেম্বর: লাইনচ্যুত হল টয়ট্রেনের ইঞ্জিন । শনিবার সকালে দার্জিলিংয়ের ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত হয় যাত্রীবাহী ওই টয়ট্রেনের ইঞ্জিন । দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ঘুম স্টেশন থেকে কার্শিয়াং যাওয়ার পথে লাইনচ্যুত হয় টয়ট্রেনের ইঞ্জিনটি৷ রাস্তার উপর পড়ে যায় আস্ত ইঞ্জিন ৷ ঘটনায় হইচই পড়ে যায় পুরো এলাকায় ।

এ দিন সকালে দু’টি কামরা নিয়ে ইঞ্জিনটি ঘুম থেকে তিনধারিয়ার উদ্দেশ্যে রওনা দেয় । ঘুম স্টেশন থেকে বেরোতেই ওই দুর্ঘটনা বলে জানা যায় । ঘটনায় টয়ট্রেনটিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । তবে ঘটনায় আহতের কোনও খবর নেই ৷ রাস্তার উপর ঘণ্টাখানেক সময় ইঞ্জিনটি পড়ে থাকার পর দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তিনধারিয়া ওয়ার্কশপ থেকে রিকভারি ইঞ্জিন এসে টয়ট্রেনটিকে নিয়ে গন্তব্যের পথে যায় ৷

দুর্ঘটনার জেরে কার্শিয়াংগামী রাস্তার উপরেও যান চলাচল খানিক সময়ের জন্য নিয়ন্ত্রণ করে দেওয়া হয় ট্রাফিক পুলিশের তরফে ।

ঘটনাকে কেন্দ্র করে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিএইচআরের ডিরেক্টর প্রিয়াংশু বলেন, "যাত্রী ছিল ৷ খুবই ধীরগতিতে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয় । যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটিকে ওঠানো হয় । কেউ আহত হননি ।"

উল্লেখ্য, দার্জিলিংয়ে যাওয়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই ট্রেন ৷ পর্যটকরা সেখানে গেলে এই টয়ট্রেনে ওঠেন ৷ পাহাড়ের বাসিন্দারাও অনেক সময় এই ট্রেনে যাতায়াত করেন ৷ পাহাড়ি রাস্তার বাঁক ধরে এই ট্রেন ছুটে চলে ৷ অনেক সময় পাহাড়ে বা পাহাড়ি রাস্তায় ধসের কারণে ট্রেনের পরিষেবা বিপর্যস্ত হয় ৷ এবার টয়ট্রেনের ইঞ্জিন বেলাইন হয়ে যাওয়ার পরিষেবার বিপর্যস্ত হল ৷

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে টয়ট্রেন, ডিআরসি-তে উলটে রাস্তায় পড়ল ইঞ্জিন

Last Updated :Sep 30, 2023, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.