TMC: নীচু তলার কর্মীদের মধ্যে ক্ষোভ, মান ভাঙাতে বিজয়া সম্মিলনীই হাতিয়ার তৃণমূলের

author img

By

Published : Oct 18, 2021, 8:09 PM IST

Summary NoteTMC to hold separate bijoya sammilani programmes for grassroot level workers in north bengal

আগামী 20 অক্টোবর মাটিগড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিজয়া সম্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে বাগডোগরা থেকে ৷ ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে বিধাননগর থেকে ৷

শিলিগুড়ি, 18 অক্টোবর: পাহাড়কে কাছে টানতে এবার বিজয়া সম্মলনী উৎসবকে বিশেষ গুরুত্ব তৃণমূলের ৷ তার জন্য করোনা পরিস্থিতিতে একটির পরিবর্তে এলাকা ভিত্তিতে পৃথক বিজয়া সম্মিলনী উৎসবের আয়োজন করছে তারা ৷ তাতে নীচু তলার কর্মীদের শামিল করায় বিশেষ জোর দেওয়া হচ্ছে । দলের তৃণমূল স্তরের কর্মীদের সেভাবে গুরুত্ব না দেওয়াতেই মানুষের মনে ক্ষোভ জন্মেছে এবং সেই কারণেই পাহাড় মুখ ফিরিয়ে রয়েছে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব । তাই এ বারের ভার্চুয়াল বিজয়া সম্মিলনীতে তাঁদের চাঙ্গা করাই মূল উদ্দেশ্য তৃণমূলের ।

সামনেই পৌরনিগম এবং পঞ্চায়েত নির্বাচন । তার আগে সোমবার দার্জিলিংয়ে দলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন দলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ । জেলা তৃণমূলের চেয়ারম্যান, অলোক চক্রবর্তী, যুব তৃণমূল সভাপতি কুন্তল রায়, ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইনিয়ন কংগ্রেস (আইএনটিটিইউসি) সভাপতি নির্জল দে, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নির্ণয় রায়-সহ জেলা নেতৃত্ব । সেখানেই এই বিজয়া সম্মিলনী উৎসবে নীচু তলার কর্মীদের গুরুত্ব দেওয়ার কথা জানানো হয় ৷

আরও পড়ুন: Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, দুর্যোগের ভ্রূকুটি লক্ষ্মীপুজোতেও

সংবাদমাধ্যমে পাপিয়া বলেন, ‘‘প্রতিবার দলের তরফে একটি বিজয়াসম্মিলনীর আয়োজন করা হতো ৷ করোনা বিধি মেনেই উৎসব হবে ৷ নীচু তলার কর্মীদের যোগ্য সম্মান দিতে বিধানসভাভিত্তিক বিজয়া সম্মিলনীর আয়োজন করা হচ্ছে ৷’’ অলোকবাবু বলেন, ‘‘সামনে পৌরনিগম এবং পঞ্চায়েত নির্বাচন রয়েছে ৷ বিজয়া সম্মিলনী মাধ্যমে আগাম কিছু প্রস্তুতি আমরা সেরে রাখতে চাইছি ৷’’

এত দিন দশমীর পর তৃণমূলের জেলা কমিটির তরফ বিজয়া সম্মিলনীর আয়োজন করা হতো । কিন্তু দলের নীচুতলার কর্মীরা তাতে যথেষ্ট গুরুত্ব এবং যথাযোগ্য সম্মান পেতেন না বলে অভিযোগ উঠছিল দীর্ঘ দিন ধরে । তাঁদের ক্ষোভেই জেলায় তৃণমূলের সাংগঠনিক শক্তি সে ভাবে মজবুত করা যায়নি বলে মনে করেন দলের নেতারা । তাই নীচুতলার কর্মীদের চাঙ্গা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাপিয়া জানিয়েছেন, একটি নয়, বিধানসভার নিরিখে ভাগ করে এ বছর আলাদা আলাদা বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে জেলা কমিটির তরফে ।

আরও পড়ুন: Surat Fire : মাস্ক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, হত 2, আহত 15

তৃণমূল সূত্রে খবর, আগামী 20 অক্টোবর মাটিগড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিজয়া সম্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে বাগডোগরা থেকে ৷ ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে বিধাননগর থেকে ৷ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র এবং শিলিগুড়ি পুর নিগমের 47টি ওয়ার্ড নিয়ে পৃথক একটি বিজয়া সম্মিলনী উৎসবের আয়োজন হবে ৷ এতে পৌরনিগম এবং পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নীচু তলার কর্মীদের এক ছাতার নীচে আনা যাবে বলে আশাবাদী তৃণমূল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.