ETV Bharat / state

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দু‘দিনে ব্ল্যাক ফাংগাসে তিনজনের মৃত্যু

author img

By

Published : Jun 28, 2021, 3:17 PM IST

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাংগাসে মৃত্যুর ঘটনা ঘটেই চলছে ৷ শনি, রবি দু'দিনে তিনজন রোগীর মৃত্যু হয়েছে ৷ এতে চিন্তিত স্বাস্থ্য দফতর ৷

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

শিলিগুড়ি, 28 জুন : দু'দিন বাদে ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসে মৃত্যু হল তিনজনের । শনি ও রবি, এই দু'দিনে মৃত্যু হয়েছে ওই তিনজনের ।

মৃতদের মধ্যে একজন পোস্ট কোভিড রোগী অর্থাৎ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন । বাকি দু'জন করোনার পাশাপাশি ব্ল্যাক ফাংগাসেও আক্রান্ত হয়েছিলেন । এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জন ব্ল্যাক ফাংগাসের রোগীর মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত ৩১ জন রোগী মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

আরও পড়ুন : তুফানগঞ্জে বিজেপির উপর হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার বানারহাটের বাসিন্দা মহম্মফ ইসলাম (৭১) এবং ওই জেলার নাগরাকাটার বাসিন্দা বঙ্কিম দত্ত (৮০) ও শিলিগুড়ি সংলগ্ন আশিঘর এলাকার বাসিন্দা মোহারু রায়ের (৬১) ব্ল্যাক ফাংগাসে মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে মহম্মদ ইসলাম ও বঙ্কিম দত্ত করোনায় সংক্রমিত ছিলেন । দু'জনেই এক সপ্তাহ ধরে হাসপাতালের কোভিড ব্লকে চিকিৎসাধীন ছিলেন। আর মোহারু রায় করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও তাঁর ফুসফুস আক্রান্ত হয়েছিল । ফলে তাঁকে হাসপাতালের কোভিড ব্লক-২-এ ভেন্টিলেটর ও লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল । কিন্তু রবিবার রাতে তিনি মারা যান । গড়ে প্রায় প্রতিদিনই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একজন করে ব্ল্যাক ফাংগাস রোগীর বা মিউকরমাইকোসিসে মৃত্যু হচ্ছে । এতে যথেষ্ট চিন্তিত স্বাস্থ্য দফতর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.