ETV Bharat / state

Dengue Death: চরমে উদ্বেগ ! ডেঙ্গিতে প্রাণ গেল মেয়র গৌতমের প্রতিবেশীর

author img

By

Published : Nov 8, 2022, 7:27 AM IST

Updated : Nov 8, 2022, 7:43 AM IST

এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল শিলিগুড়ি মেয়রের এক প্রতিবেশীর ৷ এখনও পর্যন্ত শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে 22 জনের মৃত্যু হয়েছে । আক্রান্তের সংখ্যা 284 জন (Death Due to Dengue) ।

Dengue Death
ডেঙ্গিতে মৃত্যু খোদ শিলিগুড়ি মেয়রের প্রতিবেশী

শিলিগুড়ি, 8 নভেম্বর: ফের ডেঙ্গির (Dengue) হানায় মৃত্যু হল একজনের । এবার খোদ শিলিগুড়ি পৌরনিগমের মেয়রের ওয়ার্ডে এক প্রতিবেশীর মৃত্যু হল ডেঙ্গি হানায় (Death Due to Dengue) । মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার (46) ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি । এরপর 5 নভেম্বর তিনি রক্ত পরীক্ষা করান । সেখানে তাঁর ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে । এরপরে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর । কিন্তু রবিবার বিকেলে আচমকা তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু হয় । সঙ্গে সঙ্গে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় । তবু শেষরক্ষা হল না । সোমবার বিকেলে মৃত্যু হয় তাঁর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি একটি সোনার দোকানে কর্মরত। তিনি পৌরনিগমের মেয়রের 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । মেয়র গৌতম দেবের (Goutam Deb) বাড়ির বিপরীতে ওই ব্যক্তির বাড়ি । সূত্রের খবর, এই নিয়ে শুধুমাত্র শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে 22 জনের মৃত্যু হয়েছে । আক্রান্তের সংখ্যা 284 জন । সব মিলিয়ে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার করে গিয়েছে ।

আরও পড়ুন: ডেঙ্গিতে বধূর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ পরিবারের

17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহা বলেন, "জ্বরে আক্রান্ত ছিলেন বিশ্বজিৎ সরকার । আচমকা অসুস্থ হলে তাঁকে বিকেলে হাসপাতালে ভর্তি করা হয় । ডেঙ্গির চিকিৎসা চলছিল ।"

ডেঙ্গিতে মৃত্যু খোদ শিলিগুড়ি মেয়রের প্রতিবেশী

মৃতের শ্বশুর শচীন্দ্র সরকার বলেন, "জ্বরে আক্রান্ত হয়েছিল জামাই । রবিবার বিকেলে আচমকা বমি করতে শুরু করে । পরিস্থিতি খারাপ হয় । পরে জানতে পারি ডেঙ্গি । ডেঙ্গির চিকিৎসাও চলছিল ।" কিন্তু খোদ মেয়রের ওয়ার্ডে এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় পৌরনিগম ও মেয়রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

Last Updated : Nov 8, 2022, 7:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.