ETV Bharat / state

Social Media Account Hack: গৌতম দেবের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক, তদন্তে পুলিশ

author img

By

Published : Jun 22, 2023, 10:18 AM IST

Updated : Jun 22, 2023, 1:42 PM IST

শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক ! সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের নেতার ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

গৌতম দেবের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

শিলিগুড়ি, 22 জুন: শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ ৷ মুছে দেওয়া হয়ছে চলতি বছরের সমস্ত পোস্ট । কয়েক মুহূর্তের মধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে তাঁর ছবি-সহ নানা তথ্য । ঘটনায় ইতিম্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকমহলে । প্রোফাইল হ্যাকের ঘটনাটি জানতে পেরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন গৌতম ।

ফোন করে পুরো বিষয়টি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীকে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তাঁর প্রোফাইলটি থেকে যাতে কোনওরকম অপ্রীতিকর কিছু না ঘটে তার জন্য ইতিমধ্যেই ফেসবুকে রিপোর্টও করা হয়েছে ৷ এই প্রসঙ্গে গৌতম দেব বলেন, "পেজে কিছু সমস্যা হচ্ছিল । কেউ পরিকল্পনা করে হ্যাক করেছে । যাঁরা আমার পেজটি দেখেছে তাঁদের থেকে বিষয়টি জেনেছি। ফেসবুকে যোগাযোগ করে একটি রিপোর্ট করা হয়েছে ৷ পুলিশ কমিশনারকেও জানিয়েছি ।" এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে বিষয়টি ।"

আরও পড়ুন : চোপড়ায় মনোনয়নের দিন সংঘর্ষে জখম সিপিএম কর্মীর মৃত্যু

উল্লেখ্য, মেয়র গৌতম দেবের ফেসবুকে একটি ভেরিফায়েড পেজ রয়েছে । যেখানে তিনি তাঁর বিভিন্ন কর্মসূচির ছবি ও ভিডিয়ো আপলোড করেন । মন্ত্রী থাকার সময় থেকেই ওই পেজটি রয়েছে । মাঝেমধ্যেই এই পেজ থেকে লাইভে এসে শহরবাসীর কাছে নিজের বক্তব্য তুলে ধরেন মেয়র গৌতম দেব । কিন্তু হঠাৎ-ই পেজটি হ্যাক হয়ে যায় বলে অভিযোগ ।

জানা গিয়েছে. সোমবার থেকেই সেই পেজে কিছু আপলোড করা যাচ্ছিল না । এরপর মঙ্গলবার পেজে থাকা এই বছরের তার কর্মসূচির সমস্ত ছবি ও ভিডিয়ো ডিলিট করে দেওয়া হয় । তখনই ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় গৌতমের তরফে। কিন্তু তারপরেও সব তথ্য ডিলিট হতে থাকায় বোঝা যায় পেজটি হ্যাক করা হয়েছে । তখনই সাইবার ক্রাইমে জানানো হয় ৷ বুধবার রাতেই তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

Last Updated : Jun 22, 2023, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.