ETV Bharat / state

Naxalbari Tribal Murder Case: নকশালবাড়ির ঘটনায় রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর, গ্রেফতার খুনের মূল অভিযুক্ত

author img

By

Published : Jun 22, 2023, 2:15 PM IST

Updated : Jun 22, 2023, 2:44 PM IST

এক ব্যক্তিকে খুনের অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ায় নকশালবাড়িতে ৷ সেই ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সেখানে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ তিনি জানান, এই ঘটনা নিয়ে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Naxalbari Tribal Murder Case
Naxalbari Tribal Murder Case

বৃহস্পতিবার নকশালবাড়িতে অগ্নিগর্ভ হয়ে ওঠা গ্রাম পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব

দার্জিলিং, 22 জুন: নকশালবাড়িতে খুনের ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি ওই খুনের মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ । ঘটনার পর বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠা গ্রাম পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব । সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ । পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন মেয়র । এলাকায় শান্তি বজায় রাখার আবেদন করেন তিনি । পাশাপাশি আইনশৃঙ্খলা যাতে ভেঙে না পড়ে, তার জন্য যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি ।

মেয়র গৌতম দেব বলেন, "ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক । আইন হাতে তুলে নেওয়া ঠিক নয় । বাড়িতে আগুন ও ভাঙচুর চালানো হয়েছে । মুখ্যমন্ত্রী একটি রিপোর্ট চেয়েছেন । আমি একটি রিপোর্ট তৈরি করে পাঠাব । এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেছি ।" স্থানীয় বাসিন্দা মিনতি বর্মন বলেন, "কাল এসে সমস্ত ভাঙচুর করে গিয়েছে । মেয়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছিল । সব বই পুড়ে গিয়েছে । পুলিশ তো কাল দূরে দাঁড়িয়ে ছিল ।"

Naxalbari Tribal Murder Case
নকশালবাড়িতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুধীন নাগাশিয়াকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাধানাথ বর্মনকে অভিযান চালিয়ে খড়িবাড়ি ব্লকের বাতাসি থেকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, "অভিযুক্তকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে । ঘটনায় আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হবে ।"

এছাড়া গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তের শ্যালক আকাশ রায়কে ৷ তাঁকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় ৷ ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট দু’জনকে গ্রেফতার করল পুলিশ । আকাশ রায় নেপালে পালানোর ছক কষেছিল । সেই সময় তাঁকে গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ ।

Naxalbari Tribal Murder Case
নকশালবাড়িতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে সুধীর নাগাশিয়া নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় নকশালবাড়ি ব্লকের মুরিবস্তি এলাকার রেল লাইন থেকে । খুনের খবর প্রকাশ্যে আসতেই বুধবার সকাল থেকে আদিবাসীদের বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে নকশালবাড়ি ব্লক । জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করার পাশাপাশি বড় ঝোড়াজোত গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে । পরে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন: আদিবাসী খুনের প্রতিবাদে রণক্ষেত্র নকশালবাড়ি ! বাড়িতে আগুন, অবরুদ্ধ জাতীয় সড়ক

Last Updated :Jun 22, 2023, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.