ETV Bharat / state

Rare Surgery: মুড়ি দিয়ে মাংস খেতে গিয়ে গলায় বিঁঁধল 3 সেমি লম্বা লোহার তার, বিরল অস্ত্রোপচারে মিলল স্বস্তি

author img

By

Published : Aug 18, 2023, 2:14 PM IST

Updated : Aug 18, 2023, 6:19 PM IST

Rare Surgery
বিরল অস্ত্রোপচার

Rare surgery in North Bengal Medical College: মুড়ি দিয়ে মাংস খেতে গিয়ে গলায় আটকাল তিন সেন্টিমিটার লম্বা লোহার তার ৷ বিরল অস্ত্রোপচার করে সেই তার বের করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ৷

বিরল অস্ত্রোপচার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

শিলিগুড়ি, 18 অগস্ট: মাংস দিয়ে মুড়ি খেতে গিয়ে মহিলার গলায় আটকে গিয়েছিল তিন সেন্টিমিটার লম্বা একটি লোহার তার । প্রথমে বুঝতে পারেননি তিনি । পরে তাঁর খাদ্যনালীতে সেই লোহার তার আটকে থাকতে দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের । বিরল অস্ত্রোপচার করে সেই তার বের করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ।

গলায় বেঁধে লোহার তার: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ওই মহিলার নাম আকলামি খাতুন । 14 অগস্ট আকলামি খাতুন মুড়ি খাচ্ছিলেন মাংস দিয়ে । মুড়ির মধ্যে থাকা তিন সেন্টিমিটারের একটি লোহার তার তাঁর গলায় ঢুকে যায় । এরপর তিনি অসুস্থ বোধ করতে থাকেন ।

দুই হাসপাতালে ব্যর্থ হন চিকিৎসকরা: প্রাথমিকভাবে সকলে মনে করেছিলেন যে, তাঁর গলায় মাংসের হাড় বিঁধে রয়েছে । ঘরোয়া কয়েকটি টোটকা প্রথমে প্রয়োগ করা হয় । কিন্তু তাতে কোনও কাজ হয়নি । রাতে বিষয়টি গুরুতর আকার নেয় । তখন তাঁকে ইসলামপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানকার চিকিৎসকরা তাঁকে বিহারের কিষাণগঞ্জে পাঠান । সেখানকার চিকিৎসকরাও সেই লোহার তার বের করতে ব্যর্থ হন । পরিকাঠামো না থাকায় তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

আরও পড়ুন: বেঙ্গল সাফারি পার্কে দ্বিতীয় ব্যাঘ্র শাবকের মৃত্যু, খাওয়া বন্ধ মা কিকা'র

সফল অস্ত্রোপচার: 16 অগস্ট উত্তরবঙ্গ মেডিক্যালের ইএনটি বিভাগে ভরতি করা হয় তাঁকে । বৃহস্পতিবার সকালে বিভাগীয় প্রধান চিকিৎসক রাধেশ্যাম মাহাত ও তাঁর টিম এক ঘণ্টার অপারেশনের মধ্যে দিয়ে খাদ্যনালী ভেদ করে ভিতরে ঢোকা তারটি বের করতে সক্ষম হন ।

রাধেশ্যাম মাহাত জানিয়েছেন, "আপাতত সুস্থই রয়েছেন মহিলা । এই ধরনের ঘটনায় একটা নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেলে প্রাণহানি পর্যন্ত হতে পারত । তবে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি । শুক্রবার সব ঠিক থাকলে তাঁকে ছেড়ে দেওয়া হবে ।"

Last Updated :Aug 18, 2023, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.