ETV Bharat / state

Nirmala Sitharaman starts EDI: পানিট্যাংকিতে ইডিআই পরিষেবা চালু অর্থমন্ত্রীর, আরও সহজ সীমান্ত পারাপার

author img

By

Published : Mar 2, 2023, 9:59 PM IST

Nirmala Sitharaman starts EDI in Panitanki Border to ease Export Import
পানিট্যাংকিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

বৃহস্পতিবার পানিট্যাংকি সীমান্তে ইলেক্ট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ (Electronic Data Interchange) বা ইডিআই (EDI) ব্যবস্থাপনার সূচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ এর থেকে কী কী সুবিধা পাওয়া যাবে ?

নয়া ব্যবস্থাপনার উদ্বোধন

পানিট্য়াংকি সীমান্ত (দার্জিলিং), 2 মার্চ: আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চোরাচালান রুখতে ও পণ্যবাহী গাড়ির উপর নজরদারি বাড়াতে জরুরি পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার ৷ চালু হল ইলেক্ট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ (Electronic Data Interchange) বা ইডিআই (EDI) পরিষেবা ৷ বৃহস্পতিবার দার্জিলিং জেলার অন্তর্গত পানিট্যাংকি সীমান্তে এই ব্যবস্থাপনা চালু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman starts EDI) ৷

তিনদিনের সিকিম সফর শেষ করে এদিন শিলিগুড়ি ফেরেন নির্মলা ৷ সেখান থেকে সড়কপথে পৌঁছন খড়িবাড়ি ব্লকের পানিট্যাংকির ভারত-নেপাল সীমান্তে ৷ এখানকার অভিবাসন, শুল্ক এবং সীমান্তরক্ষীবাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে ইডিআই ব্যবস্থাপনা শুরু করেন নির্মলা ৷ পাশাপাশি, এখান থেকেই নাগরাকাটা ও কুলকুলি সীমান্তেও দূর নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে ইডিআই শুরু করেন তিনি ৷ এই কর্মসূচির পর বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্মলা বলেন, "সীমান্তে মূলত পণ্যবাহী গাড়ির জন্য এই ইডিআই প্রক্রিয়া চালু করা হল ৷ এর ফলে চালকদের হয়রানি অনেকটাই কমবে ৷ সীমান্ত পারাপারে নথি সংক্রান্ত যেসমস্ত জটিলতা থাকে, ইডিআই চালু হওয়ায় সেসব বহুলাংশে কমবে ৷ পাশাপাশি, নজরদারির কাজেও বাড়তি সুবিধা হবে ৷ ভারত-নেপাল, ভারত-ভুটান, ভারত-বাংলাদেশ সীমান্তগুলিতে এই প্রক্রিয়া চালু করা হবে ৷"

আরও পড়ুন: পানিট্যাংকিতে নতুন কন্ট্রোল রুম, সীমান্তে বাড়ল নজরদারি ক্যামেরার সংখ্যা

প্রসঙ্গত, পানিট্যাংকি সীমান্ত দিয়ে দিনে প্রায় আড়াই থেকে তিনহাজার পণ্যবাহী গাড়ি চলাচল করে ৷ পাশাপাশি, প্রায় একই সংখ্যক গাড়ি যাতায়াত করে ভারত-ভুটান সীমান্ত দিয়েও ৷ এর আগে পণ্যবাহী গাড়ি সীমান্ত পার হতে গেলে প্রচুর নথি পেশ করতে হত ৷ তাতে লম্বা সময় লাগত ৷ কোনও নথি হারিয়ে গেলে আর সীমান্ত পার করা যেত না ৷ কিন্তু, নয়া ব্যবস্থাপনায় আর সেই ঝক্কি থাকবে না ৷ সংশ্লিষ্ট পণ্যবাহী গাড়িতে পণ্য বোঝাই হতেই সেই গাড়ির যাবতীয় প্রয়োজনীয় নথি, পণ্যের বিবরণ, চালকের বিবরণ-সহ সমস্ত তথ্য অনলাইনে পৌঁছে যাবে সীমান্তে কর্তব্যরত সমস্ত আধিকারিকের কাছে ৷ ফলে পারাপার সহজ হবে ৷ মজবুত হবে নজরদারি ব্যবস্থাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.