ETV Bharat / state

Mamata Banerjee: মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা, প্রস্তুতি খতিয়ে দেখলেন মেয়র

author img

By

Published : Feb 18, 2023, 8:36 PM IST

মুখ্যমন্ত্রীর সভা নিয়ে প্রস্তুতি তুঙ্গে প্রশাসনিকমহলে (Meeting Preparation of Mamata Banerjee) । শিলিগুড়ি থেকে তিনি করবেন একাধিক দফতরের প্রায় পঞ্চাশটি প্রকল্পের শিলান্যাস ।

Mamata Banerjee Meeting
শিলিগুড়ির মেয়র গৌতম দেব

মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন মেয়র

শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি: 21 ফেব্রুয়ারি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা (CM Mamata Banerjee Meeting in Siliguri) । সেই সভা থেকে সরকারি প্রকল্প ও সামাজিক সুরক্ষা প্রকল্প সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী । আর মমতার সভাকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে রয়েছে পুলিশ প্রশাসনের তরফে । কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ । শনিবার সকালে প্রস্তুতি খতিয়ে দেখতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী-সহ অন্যান্যরা ।

শহরের প্রাণকেন্দ্রে মুখ্যমন্ত্রীর সভা হওয়ায় ওই দিন শিলিগুড়িতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ । যদিও এদিন মুখ্যমন্ত্রীর সভা নিয়ে সেরকম কিছু বলতে চাননি মেয়র । গৌতম দেব (Mayor Goutam Deb) বলেন, "মুখ্যমন্ত্রীর সভা । সরকারি অনুষ্ঠান । সেটাই খতিয়ে দেখলাম । দিদি কী বার্তা দেয় সেদিকে নজর থাকবে ।" জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জিটিএ'র চিফ এগজিকিউটিভ অনিত থাপা-সহ অন্যান্যরা ।

ওই সভা থেকেই শিলিগুড়ি শিক্ষা জেলার 14 হাজার 585 জনকে কন্যাশ্রী সাইকেল বিলি করবেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি 11 জন পাহাড়ের ও 28 জনকে কৃষক বন্ধু প্রকল্পে দু'লক্ষ টাকা করে তুলে দেবেন তিনি । এছাড়াও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষর অধীন প্রায় আট কোটি টাকার 17টি সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী । উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সাড়ে চার কোটি টাকার 11টি প্রকল্প, বাংলার বাড়ি ও পাট্টা বিলি করবেন তিনি ।

তবে এই সভাতে উত্তরবঙ্গের সমস্ত মন্ত্রী ও নেতৃত্ব উপস্থিত থাকবেন । আর পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সভা রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা । একদিকে, গোর্খাল্যান্ড, কামতাপুর বা উত্তরবঙ্গর মতো পৃথক রাজ্যের উস্কানি নিয়ে যথেষ্ট সরগরম উত্তরের রাজনীতি । পাশাপাশি বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ভালো ফল নিয়ে চিন্তিত শাসকদল । এই অবস্থায় মুখ্যমন্ত্রী সভা থেকে কী বার্তা দেয় সেই দিকে তাকিয়েই রাজনৈতিকমহল ।

আরও পড়ুন: একুশে সভা মুখ্যমন্ত্রীর, প্রস্তুতি বৈঠক সারল প্রশাসন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.