ETV Bharat / state

Mamata Banerjee: শিলিগুড়ি থেকে 6 জেলার বিভিন্ন প্রকল্পর শিলান্যাস ও উপভোক্তাদের সাহায্য প্রদান মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Feb 21, 2023, 11:05 PM IST

মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মোট 68টি প্রকল্পর শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি (Mamata Banerjee in Siliguri) ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: মঙ্গলবার অন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা এবং আসন্ন মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী । এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রাজ্যের তরফে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার মোট 68টি প্রকল্পর শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ।

মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি, কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান-সহ অন্যান্যরা ৷ মূলত, পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানীয় জল সরবরাহের মতো প্রকল্পগুলির দিকে নজর দিচ্ছে রাজ্য ৷

এদিন দক্ষিণ ও উত্তর দিনাজপুর জেলার 20টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন শিলান্যাস হওয়া প্রকল্পগুলির জন্য মোট বরাদ্দ করা হয়েছে 416 কোটি 44 লক্ষ টাকা । এই প্রকল্পের মাধ্যমে প্রায় 3 কোটি 51 লক্ষ মানুষ উপকৃত হবেন । দার্জিলিং জেলার জন্য এদিন মোট 31টি প্রকল্পের শিলান্যাস হয় ৷ যার জন্য রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 170 কোটি 74 লক্ষ টাকা । এতে দার্জিলিং জেলার প্রায় এক লক্ষ মানুষ উপকৃত হবেন।

কালিম্পং জেলায় জন্য বরাদ্দ প্রকল্পের সংখ্যা 12 ৷ তার জন্য বরাদ্দ করা হয়েছে 72 কোটি 57 লক্ষ টাকা ৷ এই জেলায় উপকৃত হবেন প্রায় 50 হাজার মানুষ । এছাড়া জলপাইগুড়ি জেলার 12টি প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 77 কোটি 3 লক্ষ টাকা । এতে উপকৃত হবেন প্রায় এক লক্ষ মানুষ । পাশাপাশি কালিম্পং জেলার 13টি প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে, প্রায় 96 কোটি টাকার । এতে প্রায় দেড় লক্ষ মানুষ উপকৃত হবেন ।

আরও পড়ুন: পর্যটন সচিবের দায়িত্ব পাওয়ার পর ফের মুখ্যমন্ত্রীর মঞ্চে নন্দিনী

এদিনের সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে গঙ্গারামপুরের জলভিত্তিক বৃহৎ পানীয় জল সরবরাহে প্রকল্পের উদ্বোধন করেন । ওই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 234 কোটি 21 লক্ষ টাকা । এছাড়াও দার্জিলিং জেলার রিহানা থেকে নকশালবাড়ি পর্যন্ত 10 কিলোমিটার রাস্তার নির্মাণ, গাড়ি ঘোড়া থেকে মিরিক হয়ে সীমানা বস্তির প্রায় পঞ্চাশ কিলোমিটার ম্যাস্টিক রোড, মাটিগাড়া থেকে কার্শিয়াং থেকে কালিম্পংয়ের নিম্বং বস্তি থেকে বারো মাইল পর্যন্ত 23 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.