ETV Bharat / state

Mamata Slams BJP: কোচবিহার বিমানবন্দর করেছে রাজ্য, পতাকা তুলছে বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Feb 21, 2023, 8:02 PM IST

Mamata Slams BJP
Mamata Slams BJP

মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এক সরকারি কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে কোচবিহার বিমানবন্দর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি (Mamata Slams BJP on Cooch Behar Airport) ৷

কোচবিহার বিমানবন্দর করেছে রাজ্য, পতাকা তুলছে বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: কোচবিহারের বিমানবন্দর (Cooch Behar Airport) থেকে বিএসএফ (BSF), উন্নয়ন থেকে চাকরি, একাধিক ইস্যুতে এবার কেন্দ্রীয় সরকার ও বিজেপির (BJP) বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই এদিন কেন্দ্রীয় সরকারকে একহাত নেন তিনি ৷

এদিন মুখ্যমন্ত্রী কোচবিহার বিমানবন্দর ইস্যুতে ক্ষোভ উগরে বলেন, "কোচবিহার বিমানবন্দর করে দিলাম আমরা, সেচ দফতর কাজ করেছে । 300 কোটি টাকা খরচ করে করা হয়েছে । আজকে ফ্ল্যাগ তুলে বিজেপির নেতারা বাই বাই করছে । তাও সিঙ্গেল ইঞ্জিন বিমান ৷ ডাবল ইঞ্জিন নয় । সিঙ্গেল ইঞ্জিনে ঝুঁকি রয়েছে । নয় জন করে যাতায়াত করতে পারবে । কোন লাভ ?"

আজ থেকেই কোচবিহার বিমানবন্দর চালু হয়েছে । ছোট বিমান দিয়ে আপাতত সেই পরিষেবা চালু করেছে কেন্দ্রীয় সরকার । রাজ্য সরকারের সহযোগিতাতেই ওই পরিষেবা চালু করেছে কেন্দ্র সরকার । কিন্তু তাতেও রাজনীতি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ।

তিনি আরও বলেন, "মালদা বিমানবন্দর আমরা আরও বড় করে তৈরি করে দিচ্ছি যাতে আরও মানুষ পরিষেবা পায় । বালুরঘাটেও করছি, পুরুলিয়ায় ছড়রাতেও করেছি । বাগডোগরা বিমানবন্দরকে 108 একর জমি দিয়েছি । অন্ডালে গ্রিন বিমানবন্দর তৈরি করা হয়েছে । রাজ্যে 27টা হেলিপ্যাড হয়েছে । করব আমরা আর ঝান্ডা নাড়বে ওরা । আর মানুষ বিপদে পরে তাহলে ছেড়ে কথা বলব না । বৈষম্য আর বিভাজনের রাজনীতি করবে । আমাদের বাদ দিয়ে অন্তত উন্নয়নের কাজ হবে না । কিন্তু যখন শুনলাম সব কিছুতেই মেরুকরণ হতে পারে না ।"

এরপরই চাকরি ইস্যুতে সরব হন তিনি । এমনকি বিচারব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, "যখনই চাকরি হয় তখনই বিজেপি আদালতে মামলা করে দেয় । যেন নিজেরা সাধু পুরুষ । যত রাগ বাংলার উপর । মানুষের টাকা কেড়ে নিয়েও লজ্জা নেই । সব আদালত যে খারাপ সে কথা বলব না । কিন্তু সবার মধ্যেই ভালোমন্দ রয়েছে ৷ হতেই পারে ।"

এরপরই বিএসএফ ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, "কোচবিহারে রাজবংশী এক ঘরের ভাইকে 180 বার বন্দুকের ছড়রা দিয়ে মারা হয়েছে । এরকম ময়নাতদন্তের রিপোর্ট কোনোদিন দেখিনি ।" এরপরই কোচবিহারের পুলিশ সুপারকে নির্দেশ দেন সঠিক তদন্ত করতে । বিএসএফকেও আইন মেনে চলতে হয় । ছেড়ে কথা যাতে বলা না হয় । সীমান্তে গিয়ে খালি গুলি করা বিএসএফকে কেউ স্বাধীনিতা দেয়নি ।

আরও পড়ুন: কোচবিহার বিমানবন্দর চালু হওয়ার পিছনে রাজ্যের অবদান অস্বীকার করার নয়: নিশীথ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.