ETV Bharat / state

সুনসান পাহাড়, জনতা কারফিউ হার মানাল গোর্খাল্যান্ড আন্দোলনকে

author img

By

Published : Mar 22, 2020, 11:24 PM IST

image
পাহাড়ে হার মানাল গোর্খাল্যান্ডের আন্দোলনকেও

2017 সালে 105 দিনের বনধ আন্দোলন দেখেছিলেন পাহাড়বাসী । কিন্তু এদিন সকালের মতো জনমানবহীন পাহাড় এর আগে কোনও বনধে দেখেননি তিনি । এর আগে বনধের মধ্যেও কিছু মানুষজনকে রাস্তাঘাটে দেখা গিয়েছিল । আংশিক হলেও দোকান-পাটের ঝাঁপ খোলা ছিল । কিন্তু এদিনের জনতা কারফিউয়ে মানুষজন যেভাবে ঘরবন্দি ছিল তা স্মরণাতীত বলে জনিয়েছেন তাঁর মতো অনেকেই ।

দার্জিলিং, 22 মার্চ : প্রধানমন্ত্রীর জনতা কারফিউয়ের ডাকে সাড়া দিল পাহাড়বাসী ৷ রবিবার জনতা কারফিউের নামে কার্যত বনধ পালন করল দার্জিলিংবাসী ৷ তবে পাহাড়বাসীর মতে গোর্খাল্যান্ড আন্দোলনের সময় বনধকেও হার মানিয়াছে এই জনতা কারফিউ ৷

রবিবার সকালে প্রতিদিনের মতো কার্সিয়াং বাজারে বসে ছিলেন সংবাদপত্র বিক্রেতা দিলকুমার মুখিয়া । তিনি বলেন, 2017 সালে 105 দিনের বনধ আন্দোলন দেখেছিলেন তাঁরা । কিন্তু এদিন সকালের মতো জনমানবহীন পাহাড় কোনও বনধে দেখেননি তিনি । বনধের মধ্যেও কিছু মানুষজনকে রাস্তাঘাটে দেখা যায় । আংশিক হলেও দোকান-পাটের ঝাঁপ খোলা ছিল । কিন্তু এদিনের জনতা কারফিউয়ে মানুষজন যেভাবে ঘরবন্দী ছিল তা স্মরণাতীত বলে জনিয়েছেন অনেকেই ।

এদিকে আজ বিকাল 5টা নাগাদ জরুরি পরিষেবায় কর্মরতদের উৎসাহ বাড়াতে থালা বাজালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা । গোটা দেশের সঙ্গে দার্জিলিং লোকসভা কেন্দ্রের মানুষও জনতা কারফিউয়ে ব্যাপক সাড়া দিয়েছে ৷ GTA চেয়ারম্যান অনিত থাপা রবিবার এক বিবৃতিতে জরুরি পরিষেবা ছাড়া পাহাড়ের অন্যান্য ব্যবসা আপাতত বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের আবেদন জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.