ETV Bharat / state

Died by Suicide: বায়ুসেনা ছাউনিতে নিজের সার্ভিস গানে আত্মঘাতী সার্জেন্ট

author img

By

Published : Dec 13, 2022, 3:10 PM IST

চাঞ্চল্যকর ঘটনা বাগডোগরায় ৷ বায়ুসেনা ছাউনিতে নিজের সার্ভিস গান দিয়ে আত্মঘাতী হলেন এক সার্জেন্ট (Died by Suicide) ৷

Died by Suicide
Died by Suicide

শিলিগুড়ি, 13 ডিসেম্বর: নিজের সার্ভিস গান দিয়ে আত্মঘাতী বায়ুসেনার আধিকারিক (Sergeant Died by suicide with his service gun) । ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি শহরে। ঘটনাটি শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার বায়ুসেনা ছাউনিতে।

জানা গিয়েছে, সোমবার বাগডোগরা বায়ুসেনা ছাউনিতে নিজের সার্ভিস গান দিয়ে আত্মঘাতী হন বায়ুসেনার এক জওয়ান । মৃতের নাম সুরজিৎ মেহরা। বয়স 37 বছর ৷ উত্তরাখণ্ডের চামলির বাসিন্দা সুরজিৎ বায়ুসেনায় সার্জেন্ট পদে কর্মরত ছিলেন ।

সূত্রের খবর, এদিন বিকেলে ওই জওয়ান সেনা ব্যারাকের শৌচালয়ে নিজের সার্ভিস গান থেকে নিজেরই মাথায় গুলি চালান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে এর পিছনে কী কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। বায়ুসেনার পক্ষ থেকে বিষয়টি বাগডোগরা থানায় জানানো হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: জাদুঘরে সিআইএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু সতীর্থের, জখম এক

মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । যদিও শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "এটা বায়ুসেনার আভ্যন্তরীণ বিষয়। তদন্ত শুরু করা হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.