ETV Bharat / state

Satpal Rai Buried : পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় সৎপাল রাইকে, গোর্খা রীতি মেনে দেওয়া হল কবর

author img

By

Published : Dec 13, 2021, 2:58 PM IST

Updated : Dec 13, 2021, 3:41 PM IST

havildar satpal rai buried near his home
Satpal Rai Buried : বিদায় সৎপাল রাই, পূর্ণ সামরিক মর্যাদায় ও গোর্খা রীতি মেনে দেওয়া হল কবর

পূর্ণ সামরিক মর্যাদায় এবং গোর্খা রীতি রেওয়াজ মেনে সোমবার সমাধিস্থ করা হল প্রয়াত সেনা হাবিলদার সৎপাল রাইকে (Satpal Rai Buried) ৷ এদিন বাড়ির কাছেই তাঁর মরদেহ কবর দেওয়া হয় ৷ গত 8 ডিসেম্বরের হেলিকপ্টার দুর্ঘটনায় (IAF Chopper Crash) মৃত্যু হয় প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের (Late CDS Bipin Rawat) অন্যতম দেহরক্ষী সৎপাল রাইয়ের ৷

কার্শিয়াং, 13 ডিসেম্বর : ‘‘ফোন না তুললে বাবা খুব রাগ করতেন ৷ দিনে অন্তত তিন থেকে চারবার ফোন করতেন ৷ খুব চিন্তা করতেন আমাদের জন্য ৷ এখন আর তিনি থাকলেন না ৷’’ সোমবার ঠিক এভাবেই বাবার স্মৃতিচারণ করলেন প্রয়াত সেনা হাবিলদার সৎপাল রাইয়ের ছেলে বিকল রাই ৷ এদিন পূর্ণ সামরিক মর্যাদায় এবং রাই সম্প্রদায়ের রীতিনীতি মেনে সৎপালের দেহ কবরস্থ করা হয় (Satpal Rai Buried) ৷

আরও পড়ুন : Satpal Rai from Darjeeling died in chopper crash : কপ্টার দুর্ঘটনায় মৃতদের মধ্যে দার্জিলিংয়ের সৎপাল রাই

দার্জিলিংয়ের তাকদহের গ্লেনবার্নের বাসিন্দা ছিলেন সৎপাল রাই ৷ তাঁর ছেলে বিকল রাইও সেনাবাহিনীতে যোগ দিয়েছেন ৷ তিনি গোর্খা রেজিমেন্টের সদস্য ৷ প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের (Late CDS Bipin Rawat) অন্যতম দেহরক্ষী ছিলেন সৎপাল ৷ গত 8 ডিসেম্বর সিডিএস-এর সঙ্গে একই হেলিকপ্টারে সওয়ার ছিলেন তিনি ৷ পরে তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভেঙে পড়ে বায়ুসেনার সেই চপার (IAF Chopper Crash) ৷ তাতেই মৃত্যু হয় সৎপাল রাইয়ের ৷ প্রাণ হারান সিডিএস ও তাঁর স্ত্রী-সহ মোট 13 জন ৷

প্রয়াত হাবিলদার সৎপাল রাইকে শেষ বিদায় ৷

এদিন সৎপালের বাড়ির কাছেই তাঁকে সমাধিস্থ করা হয় ৷ উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, প্রাক্তন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা, দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা-সহ সেনাবাহিনীর একাধিক আধিকারিক ও জওয়ান ৷ তেরঙ্গায় মোড়া কফিন এলাকায় পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন সৎপালের পরিজনেরা ৷ মূহ্যমান হয়ে পড়েন প্রতিবেশীরাও ৷

আরও পড়ুন : Satpal Rai : চোখের জল ও ব্যাগপাইপের বিদায়ী সুরে তাকদহের বাড়িতে পৌঁছাল সৎপালের দেহ

সৎপালের ছেলে বিকল রাই বলেন, ‘‘বাবা সবসময় বলতেন, সেনায় যে সম্মান রয়েছে, তা আর কোথাও নেই ৷’’ তাই বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনিও সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ৷ অনিত থাপা বলেন, ‘‘গোর্খা মানেই দেশের জন্য বলিদানের আর এক নাম ৷ সৎপাল রাই শুধু পাহাড়ের নয়, গোটা দেশের গর্ব ৷’’

Last Updated :Dec 13, 2021, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.