ETV Bharat / state

No Strike In Darjeeling: "আর ধর্মঘট নয় পাহাড়ে", পৌরসভায় ক্ষমতায় এসেই জানালেন অজয় এডওয়ার্ড

author img

By

Published : Mar 7, 2022, 2:35 PM IST

No Strike In Darjeeling
আর ধর্মঘট নয় পাহাড়ে জানালেন অজয় এডওয়ার্ড

শৈলশহর দার্জিলিংয়ে কর্মনাশা ধর্মঘট বন্ধ করাই লক্ষ্য হামরো পার্টির (No Strike In Darjeeling)। দার্জিলিং পৌরসভায় ক্ষমতায় এসে জানালেন হামারো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড (Ajay Edward)।

শিলিগুড়ি, 7 মার্চ: শৈলশহর দার্জিলিংয়ে কর্মনাশা ধর্মঘট বন্ধ করাই লক্ষ্য হামরো পার্টির (No Strike In Darjeeling)। দার্জিলিং পৌরসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ধর্মঘট পুরোপুরিভাবে বন্ধ করতে চান হামারো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড (Ajay Edward)। পর্যটন শিল্পকে আরও উন্নত করতে শহর এবার পুরোপুরি ধর্মঘটহীন করে তুলতে চায় হামরো পার্টি। আর এটাই প্রধান লক্ষ্য বলে জানিয়ে দিলেন দলের সভাপতি অজয় এডওয়ার্ড।

রবিবার দার্জিলিং শহরের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে মিছিল বের করেছিল হামরো পার্টি। মিছিল শেষে অজয় এডওয়ার্ড বলেন, "আমরা চাই পাহাড় ধর্মঘট মুক্ত থাকুক। সবার প্রথমে এটা স্থায়ীভাবে বন্ধ করাই লক্ষ্য আমাদের। আর উন্নয়নের কাজে প্রতিটি দলের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে।" নেপালি ভাষাকে ইতিমধ্যেই মর্যাদা দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ তাই, পাহাড়ে যে সকল পথ নির্দেশিকার বোর্ড লাগানো হবে তাতে শুধু নেপালি ও ইংরেজি ভাষাতেই লেখা থাকবে।তিনি বলেন, ‘‘আর আমরা প্রতিটি রাজনৈতিক দলের মতামতকেই গুরুত্ব দিয়েই এগিয়ে নিয়ে যাব পাহাড়কে।"

আরও পড়ুন: শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র পদে শপথ নিলেন রঞ্জন সরকার

তিনি আরও বলেন, "তবে আমাদের বিজয়ী ও বিজিত প্রার্থী সবাইকে বলা হয়েছে নিজের ওয়ার্ডে গিয়ে বাসিন্দাদের ধন্যবাদ জানাতে। আমরা পাহাড়ের প্রত্যেক বাসিন্দাদের নিয়ে সুখে থাকতে চাই।" মূলত পাহাড়ে 100 দিনের বেশি টানা পৃথক রাজ্যের দাবিতে সশস্ত্র আন্দোলনের জেরে মুখ থুবড়ে পড়েছিল পর্যটন শিল্প। সেই ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি পাহাড়বাসী। সেজন্য আর কোনও ধর্মঘট নয় পাহাড়ে, সেটাই মূলত লক্ষ্য হিসেবে স্থির করেছেন হামারো পার্টির সভাপতি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.