ETV Bharat / state

বন্ধ হল কালিম্পং ও সিকিমগামী মালবাহী গাড়ি পরিষেবা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 2:41 PM IST

কালিম্পং ও সিকিমগামী মালবাহী গাড়ি পরিষেবা
Goods Vehicle Service Suspended

Goods Vehicle Service Suspended: দু'মাস পার হওয়ার পর ওই সড়কে শুধুমাত্র ছোট চারচাকা গাড়ি চলাচল করছে। বন্ধ রয়েছে মালবাহী গাড়ি চলাচল। 28 নভেম্বর সড়ক কর্তৃপক্ষ রাস্তা সারাইয়ের আশ্বাস দিলেও তা শুরু হয়নি। আশ্বাস দিয়েও সময়মতো রাস্তা সারাই না-হওয়ায় যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালবাহী গাড়ি চালক সংগঠন।

কালিম্পং, 4 ডিসেম্বর: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কালিম্পং ও সিকিমগামী মালবাহী গাড়ি পরিষেবা। সোমবার সকাল থেকে বন্ধ হয় মালবাহী গাড়ি চলাচল। এতে বিপাকে পড়তে চলেছেন পাহাড়ের বাসিন্দারা। জানা গিয়েছে, সিকিমে লোনাক হ্রদের বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় কালিম্পং ও সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। তিস্তার প্রবল জলোচ্ছ্বাস গ্রাস করে গোটা জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ। যার জেরে দীর্ঘদিন ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

এরপর পূর্ত দফতর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক মেরামতের কাজে নামলেও আংশিক সড়ক তৈরি করা গিয়েছে। দু'মাস পার হওয়ার পর ওই সড়কে শুধুমাত্র ছোট চারচাকা গাড়ি চলাচল করছে। বন্ধ রয়েছে মালবাহী গাড়ি চলাচল। 28 নভেম্বর সড়ক কর্তৃপক্ষ রাস্তা সারাইয়ের আশ্বাস দিলেও তা শুরু হয়নি। অন্যদিকে, ঘুরপথে ডুয়ার্স দিয়ে যান চলাচল করায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে চালকদের। আশ্বাস দিয়েও সময়মতো রাস্তা সারাই না-হওয়ায় যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালবাহী গাড়ি চালক সংগঠন।

কালিম্পং এবং সিকিম ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমল শর্মা বলেন, "28 নভেম্বর জাতীয় সড়ক স্বাভাবিক হওয়ার কথা ছিল। একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কাজ হয়নি ৷ আমাদের ঘুরপথে যেতে গিয়ে বিপুল ক্ষতি হচ্ছে । সেজন্য আমরা মালবাহী গাড়ি এদিন থেকে বন্ধ রাখলাম।" কালিম্পং জেলাশাসক বালা শুভ্রমনিয়ম বলেন, "আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে দ্রুত সড়ক মেরামত করা হয় ৷ পাশাপাশি চালক সংগঠনের সঙ্গেও আলোচনা করা হবে।"

জানা গিয়েছে, মূলত সিকিম ও কালিম্পংয়ের জন্য যাবতীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী শিলিগুড়ি থেকে সড়কপথে নিয়ে যাওয়া হয়। যদি মালবাহী গাড়ি চলাচল বন্ধ থাকে তবে কালিম্পং জেলা ও সিকিমে তীব্র খাদ্য সংকোট দেখা দিতে পারে।

আরও পড়ুন:

  1. হড়পা বানে গত 3 দিনে 31 জনের মৃত্যু, কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি
  2. রাস্তা বন্ধ করে তৃণমূল পার্টি অফিস, অবিলম্বে ভাঙার নির্দেশ হাইকোর্টের
  3. শাসকের গোষ্ঠী কোন্দলে সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে পথ অবরোধ, শুনশান মাটিকুণ্ডা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.