ETV Bharat / state

2 মাস পর খুলল ফুলবাড়ি সীমান্ত

author img

By

Published : Jun 14, 2020, 5:49 AM IST

Fulbari BOP
লকডাউনের পরে চালু হল ফুলবাড়ি সীমান্ত

টানা দু'মাসের লকডাউনের পর আজ থেকে খুলে দেওয়া হল ফুলবাড়ি সীমান্ত । প্রথমদিন পণ্যবোঝাই ট্রাক চলাচল ও যাত্রী পারাপার করা হয় ।

ফুলবাড়ি, 13 জুন : ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি BOP খুলে গেল । সীমান্তে আটকে থাকা পাথরবোঝাই ভারত ও ভুটানের ট্রাক পারাপার শুরু হয়েছে ।পাশাপাশি এদেশে এসে আটকে থাকা বাংলাদেশের বাসিন্দারা শনিবার সীমান্ত পেরিয়ে ওপারে পৌঁঁছন । ওপারে আটকে থাকা বেশ কয়েকজন ভারতীয় নাগরিকেরা এপারে আসেন । লকডাউনের জেরে দু মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে খুলে দেওয়া হয় সীমান্ত ।

ফুলবাড়ি সীমান্ত খোলায় খুশি ট্রাক চালকেরা । তাঁঁরা জানান, লকডাউনের জেরে আটকে পড়েছিলেন । গাড়ি চলাচল বন্ধ থাকায় আর্থিক অনটনে ছিলেন সকলে । অন্যদিকে BSF-এর তরফে জানানো হয়েছে, "স্বাস্থ্য বিধি মেনে দু'দেশের মধ্যে ফের চলাচল শুরু করা হচ্ছে । যারা সীমান্ত পেরিয়ে আসবেন তাদের থার্মাল স্ক্রিনিং করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.