ETV Bharat / state

ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ব্ল্যাক ফাংগাসে জোড়া মৃত্যু

author img

By

Published : Jun 25, 2021, 10:43 AM IST

করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও ব্ল্যাক ফাংগাসের সংক্রমণে মারা যাচ্ছেন রোগী ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার রাতে মৃত্যু হল দু'জনের ৷

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

শিলিগুড়ি, 25 জুন : একদিন বাদে ফের ব্ল্যাক ফাংগাসের জোড়া ছোবল । এবারও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাংগাসের সংক্রমণে মৃত্যু হল দু'জনের । বৃহস্পতিবার রাতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ওই দু'জনের মৃত্যু হয়েছে । ওই দু‘জন মিলিয়ে শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ব্ল্যাক ফাংগাসে গত এক মাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬ জন ।

আরও পড়ুন : মিমিদের করোনার আসল টিকা দেওয়া হয়নি, নিশ্চিত করল কলকাতা পুরনিগম

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারির সমরনগরের বাসিন্দা মোহনলাল দেব (৪৮) ও জলপাইগুড়ি জেলার বানারহাটের বাসিন্দা আশিস কুণ্ডু (৭১), দু'জনেই সম্প্রতি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন । কিন্তু দু'জনেই ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হন । গত মাসে করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর আচমকা শারীরিক পরিস্থিতির অবনতি হয় মোহনলালের । 5 জুন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় । উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ছাড়াও করোনায় ফুসফুস সংক্রমিত হয়েছিল । শ্বাসকষ্ট হওয়ায় অক্সিজেনের প্রয়োজন হত । ফলে তাঁকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল । কিন্তু তারপরও শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয় । সন্দেহ হলে চিকিৎসকরা তাঁর লালারস ও টিস্যু পরীক্ষার জন্য ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে পাঠান । পরে তাঁর ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু এদিন রাতে তিনি মারা যান ।

এদিকে, আশিস কুণ্ডুকে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা । তাঁর তীব্র শ্বাসকষ্ট থাকায় ভেন্টিলেটরে রাখা হয়েছিল । এরপর মঙ্গলবার তাঁর লালারস ও টিস্যুর নমুনা সংগ্রহ করে ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হলে তাঁর রিপোর্টেও ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ ধরা পড়ে । কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় অস্ত্রোপচার করা জন্য সম্ভব হয়নি । রাতে তিনিও মারা যান । ফের মেডিক্যালে ব্ল্যাক ফাংগাসে জোড়া মৃত্যু হওয়ায় আতঙ্কিত শহরবাসী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.