ETV Bharat / state

Fake Passport Scam: জাল পাসপোর্ট চক্রের সন্ধানে নকশালবাড়িতে সিবিআই অভিযান, আটক দুই

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 2:27 PM IST

Fake Passport Scam
Fake Passport Scam

CBI Raid in Fake Passport Scam: জাল পাসপোর্ট চক্রের জাল উত্তরবঙ্গ ও সিকিমে ! শনিবার সকাল থেকে নকশালবাড়িতে সিবিআইয়ের দল চারটি জায়গায় অভিযান চালায় ৷ আটক করা হয়েছে দু’জনকে ৷ উদ্ধার হয়েছে জাল পাসপোর্ট, জাল আধার কার্ড ও নগদ টাকা ৷

দার্জিলিং, 14 অক্টোবর: জাল পাসপোর্ট চক্রের জাল ছড়িয়ে উত্তরবঙ্গেও ! শনিবার সারা রাজ্যের প্রায় 50 জায়গায় দফায় দফায় অভিযান চালাচ্ছে সিবিআইয়ের টিম । সিবিআইয়ের দল গিয়েছে প্রতিবেশী রাজ্য সিকিমেও । সেখানে গ্যাংটকে অভিযান চালাচ্ছে সিবিআই । আর এদিকে মহালয়ার সকাল থেকে শিলিগুড়ি ও শিলিগুড়ি মহকুমা এলাকায় অভিযানে নামে সিবিআই । ঘটনায় হইচই পড়ে গিয়েছে পুরো এলাকায় ।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, নকশালবাড়ি ব্লকের বাবুপাড়ার বাসিন্দা উদয়শঙ্কর রায়ের বাড়িতে অভিযান চালানো হয় । তাঁর ওই ব্লকের অটল চা-বাগান এলাকায় আধার সেবা কেন্দ্র রয়েছে ৷ সেখানে অভিযানের পর বাবুপাড়ার বাড়িতে অভিযান চালায় সিবিআই । অন্যদিকে, উদয়শঙ্কর ঘনিষ্ঠ বিক্রমজিৎ সিং রাঠোরের বাড়িতে অভিযান চালায় সিবিআইয়ের দল । বিক্রমজিৎ সিং রাঠোর নকশালবাড়ি ব্লকের পানিঘাটা মোড়ের বাসিন্দা । দিপু ছেত্রী ও গৌতম সাহা নামে দু’জনকে আটক করেছে সিবিআই ।

এ দিন সকাল থেকে আট জনের একটি দল দু’ভাগে ভাগ হয়ে অভিযানে নামে । আরেকটি সাত সদস্যের দল রওনা দেয় সিকিমের উদ্দেশে । সিবিআই সূত্রে জানা গিয়েছে, উদয়শঙ্কর রায়ের জাল আধার ও পাসপোর্ট তৈরির কারবার রয়েছে । সেই কারবারে সাহায্য করত দিপু ছেত্রী ও গৌতম সাহা । উদ্ধার হয়েছে বেশ কিছু নথি ও জাল আধার ও পাসপোর্ট । আর সেই কাজে সাহায্য করতো বিক্রমজিৎ সিং রাঠোর । নকল পাসপোর্ট তৈরি করতে 15 থেকে 20 লক্ষ টাকা করে নেওয়া হতো বলে অভিযোগ । বিক্রমজিত আগে হোটেলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন । পরে জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত হন বলে অভিযোগ ।

জানা গিয়েছে, নেপালের বাসিন্দাদের মধ্য প্রাচ্যের দেশগুলিতে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে । যে কারণে ওই দেশগুলিতে যেতে গেলে ভারতের নাগিরকত্বের ভুয়া নথি ও পাসপোর্ট বানিয়ে পাঠানো হয় । আর এই কাজেই মোটা টাকা আদায় করা হতো বলে অভিযোগ । আর দক্ষিণবঙ্গে অভিযানের পরই উত্তরবঙ্গে ও সিকিমে সেই চক্রের জাল ছড়িয়ে থাকার হদিশ পায় সিবিআই । সেই সূত্র ধরেই মহালয়ার সকালে অভিযানে সিবিআইয়ের বিশেষ দল ।

আরও পড়ুন: পাসপোর্ট দুর্নীতি কাণ্ড, বাংলা-সিকিমজুড়ে সিবিআই তল্লাশি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.