ETV Bharat / state

Blast On sevoke Coronation Bridge : প্রশাসনের অনুমতি ছাড়াই গাড়ি বিস্ফোরণের শ্যুটিং ! ক্ষতিগ্রস্ত হেরিটেজ করোনেশন সেতুর একাংশ

author img

By

Published : Mar 24, 2022, 4:07 PM IST

Updated : Mar 24, 2022, 5:29 PM IST

sevoke Coronation Bridge
গাড়ি বিস্ফোরণের শ্যুটিং

জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ঐতিহ্যবাহী করোনেশন সেতুর উপর শ্যুটিংয়ে বিস্ফোরণ (Blast On sevoke Coronation Bridge) । ক্ষতিগ্রস্ত সেতুর একাংশ। যা নিয়ে ক্ষোভ তরাই-ডুয়ার্স জুড়ে। এই সেতুটি 31 নম্বর জাতীয় সড়কের উপর এবং ডুয়ার্স-সহ শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের একমাত্র সম্বল ৷

দার্জিলিং, 24 মার্চ : সেবকের করোনেশন সেতুর উপর বিস্ফোরণ! (Blast On sevoke Coronation Bridge) বৃহস্পতিবার সকালে ওই সেতুর উপর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে জানা যায়, বিনোদ মেহেরার ছেলে রোহন মেহেরা অভিনিত হিন্দি ওয়েব সিরিজ ‘কালার’ শ্যুটিংয়ের অংশ সেই বিস্ফোরণ।

প্রথম দিকে ওই ওয়েব সিরিজের শ্যুটিং হয়েছে তাকদহের 12 নম্বর কলোনির বাংলোতে। তারপর দার্জিলিংয়ের উইন্ডেমেয়ার হোটেল-সহ ম্যাল রোডেও শ্যুটিং হয়েছে ওই ওয়েব সিরিজের একাংশের। এদিন ওই ওয়েব সিরিজের শ্যুটিং অ্যাকশন সিনের অংশ হিসেবে করোনেশন ব্রিজে ওই বিস্ফোরণ করা হয়। যদিও সম্পূর্ণ নিরাপত্তা মেনে।

কিন্তু প্রশ্ন উঠছে, সেবকের করোনেশন সেতু হেরিটেজ শিরোপাধারী। তার উপর ব্রিটিশ আমলের ওই ঐতিহাসিক সেবকের সেতু এমনিতেই দুর্বল। তা সত্ত্বেও কীভাবে পুলিশ ওই সেতুর উপর শ্যুটিংয়ের অংশ হিসেবে বিস্ফোরণ ঘটানোর অনুমতি দিল। সেইসব নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম ও দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর।

ওই বিস্ফোরণের পর ক্ষতি হয়েছে সেতুর একাংশের। তার উপর সেতুটি 31 নম্বর জাতীয় সড়কের উপর এবং ডুয়ার্স-সহ শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের একমাত্র সম্বল । শ্যুটিংয়ের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে প্রশাসনের তরফে ওই বিস্ফোরণের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : রামপুরহাট-কাণ্ডের জের, সফর কাটছাঁট করে কলকাতা ফিরলেন রাজ্যপাল

কার্শিয়াংয়ের মহকুমাশাসক এজাজ আহমেদ বলেন, "আমার থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। পুলিশ দিয়েছে কিনা জানা নেই। যাচাই করে দেখছি।" ওই বিস্ফোরণের পরই সরব হয়েছে ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস। ওই সংস্থার সম্পাদক চন্দন রায় বলেন, "শ্যুটিং হলেও ওই বিস্ফোরণ করা উচিত হয়নি। কারণ শতাব্দী প্রাচীন ওই সেতু এমনিতেই দুর্বল। এর আগেও আমরা একাধিকবার আন্দোলন করেছি । আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। প্রশাসন কীভাবে ওই বিস্ফোরণের অনুমতি দিল ? আমরা আগামী শনিবার থানায় ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাব।"

Last Updated :Mar 24, 2022, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.