ETV Bharat / state

Rampurhat Massacre : রামপুরহাট-কাণ্ডের জের, সফর কাটছাঁট করে কলকাতা ফিরলেন রাজ্যপাল

author img

By

Published : Mar 23, 2022, 3:25 PM IST

Rampurhat Massacre Governor Back to Kolkata from Mid Way of Siliguri Tour
Rampurhat Massacre Governor Back to Kolkata from Mid Way of Siliguri Tour

শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল (Governor Back to Kolkata from Mid Way of Siliguri Tour) ৷ কলকাতায় ফিরে তিনি রামপুরহাটে যেতে পারেন বলে সূত্রের খবর ৷ পাশাপাশি, রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে রাজভবনে তলব করতে পারেন তিনি ৷

দার্জিলিং, 23 মার্চ : সফর কাটছাঁট করে কলকাতা ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Back to Kolkata from Mid Way of Siliguri Tour) ৷ রামপুরহাট-কাণ্ডের জেরে অজ উত্তরবঙ্গ সফরের মাঝপথে কলকাতায় ফেরার জন্য রওনা দেন ৷ বুধবার সকালেই দার্জিলিং রাজভবন থেকে বাগডোগরা বিমানবন্দর পৌঁছন ধনকড় ৷ সেখান থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেন ৷ এ দিন কোনও জায়গাতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে চাননি রাজ্যপাল ৷

কলকাতায় পৌঁছে রামপুরহাটের (Rampurhat Massacre) বগটুই গ্রামে যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের ৷ এছাড়াও বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্যসচিবকে তলব করতে পারেন জগদীপ ধনকড় ৷ তবে, আগামিকাল সকালে ফের শিলিগুড়ি ফিরে যাবেন রাজ্যপাল ৷ সেখানে বিএসএফ’র একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ৷ ওই অনুষ্ঠানের পর শিলিগুড়ি থেকেই দিল্লি যাবেন তিনি ৷

আরও পড়ুন : Rampurhat Massacre : নীরব দর্শক হয়ে বসে থাকব না, রামপুরহাট কাণ্ডে মমতাকে পাল্টা চিঠি রাজ্যপালের

এ দিকে রামপুরহাটের ঘটনায় রাজ্য ও রাজ্যপালের সংঘাত বেড়েই চলেছে ৷ এ দিন সকালেই ফের মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল ৷ পাল্টা মুখ্যমন্ত্রীর চিঠির জবাবও দিয়েছেন তিনি ৷ সেখানে তিনি মুখ্য়মন্ত্রীকে লিখেছেন, ‘‘সাম্প্রতিক স্মৃতিতে সবচেয়ে খারাপ রামপুরহাটের ভয়াবহ হত্যাযজ্ঞ, যেখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে 6 জন মহিলা ও 2 শিশুকে ৷’’ মমতা যখন রাজ্যে বিরোধী দলের প্রতিনিধি ছিলেন, তখন রাজ্যে ঘটা বিভিন্ন ঘটনার সঙ্গে এই বর্বরতাকে অনেকেই যুক্তিসঙ্গতভাবে তুলনা করছেন বলে মন্তব্য করেন রাজ্যপাল ৷ তিনি টুইটারে সাফ লিখেছেন, ‘‘এই ধরনের ঘটনায় কোনওভাবেই চুপ করে বসে থাকব না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.