ETV Bharat / state

Man arrested with Pistol: আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানযাত্রার চেষ্টা, বাগডোগরায় গ্রেফতার ভিন রাজ্যের ব্যক্তি

author img

By

Published : Jun 27, 2022, 9:49 PM IST

Arms Recover news
বিমানবন্দরে তল্লাশির সময় সিআইএসএফ জওয়ানের হাতে গ্রেফতার ভীন রাজ্যের ব্যক্তি

বিমানে অবৈধভাবে পিস্তল নিয়ে ওঠার চেষ্টা । বাগডোগরা বিমানবন্দরে তল্লাশির সময় সিআইএসএফ জওয়ানের হাতে গ্রেফতার ভিন রাজ্যের ব্যক্তি (Bihar man arrested with pistol at Bagdogra airport) ।

শিলিগুড়ি, 27 জুন : আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানযাত্রার চেষ্টা । তল্লাশির সময় সিআইএসএফ জওয়ানদের হাতে গ্রেফতার ভিন রাজ্যের বাসিন্দা । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে । সোমবার ধৃত মহম্মদ রাহানুউদ্দিনকে শিলিগুড়ি আদালতে তোলা হয় (Bihar man arrested with pistol at Bagdogra airport) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগডোগরা বিমানবন্দর থেকে চেন্নাই যাওয়ার বিমান ধরতে যাচ্ছিলেন বিহারের কাটিহার এলাকার ওই বাসিন্দা । চেন্নাই থেকে ব্যাঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল তার । কাটিহারে সরকারি রাইস মিল দেখাশোনা করে ধৃত ব্যক্তি । এদিন বিকেলে বাগডোগরা বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় তার ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার হয় । তারপরেই তাকে আটক করে সিআইএসএফ জওয়ানরা ।

ধৃতকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, ওই ব্যক্তি চেন্নাইয়ে চিকিৎসার জন্য যাচ্ছিল । তবে বিমানবন্দরে কেন পিস্তল নিয়ে ঢুকেছিলেন সেই ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ । ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ । যদিও ধৃত ব্যক্তি জানিয়েছেস, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ।

বাগডোগরায় গ্রেফতার ভিন রাজ্যের ব্যক্তি

আরও পড়ুন : টাকা দেওয়ার নাম করে অপহরণ ; উদ্ধার অপহৃত, গ্রেফতার 4

ধৃতের আইনজীবী সন্তোষ প্রসাদ বলেন, "সবাই জানে বিমানবন্দরে বন্দুক তো দূর, কেউ আচার পর্যন্ত নিয়ে যেতে পারে না । আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে । শত্রুতার জেরেই তার ব্যাগে কেউ পিস্তল রেখে দিয়ে তাকে ফাঁসিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.