Sonarpur Kidnapping Case : টাকা দেওয়ার নাম করে অপহরণ ; উদ্ধার অপহৃত, গ্রেফতার 4

By

Published : Jun 25, 2022, 7:54 PM IST

thumbnail

টাকা দেওয়ার নাম করে সোনারপুরের এক যুবককে অপহরণ(Sonarpur Kidnapping Case)। ঘটনার তদন্তে নেমে হাওলাদারের টোপ দিয়ে ভাইজ্যাগ থেকে অপহৃতকে উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ(4 Arrested for Kidnapping Youth in Sonarpur)। কর্মসূত্রে সোনারপুরের বাসিন্দা ঊষারানি । তিনি তথ্যপ্রযুক্তি সেক্টরে জব প্লেসমেন্টের কাজ করেন । বেশ কিছু জনকে চাকরি দেওয়ার কমিশন বাবদ বেশ কিছু টাকা পেতেন তিনি । হাওড়াতে লোক পাঠালে বকেয়া 7 লক্ষ টাকা দেওয়া হবে বলে জানান চাকরিপ্রার্থীরা । সেই মতো 9 জুন ঊষারানি দেবী তাঁর ভাই পুক্কালি আমিনকে পাঠান । সেখানে একটি হোটেলে যেতে বলার পর ঘরের ভিতর ঢুকিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় ও জোর করে ঘুমের বড়ি খাইয়ে বেহুঁশ করে দেওয়া হয় । তারপর একটি গাড়িতে করে নিয়ে চলে যাওয়া হয় অন্ধ্রপ্রদেশ । এই ঘটনায় 12 জুন সোনারপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন ঊষারানি দেবী । ঘটনার তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশের একটি দল অন্ধ্রপ্রদেশ যায় । ইতিমধ্যেই পুক্কালি আমিনের বাড়িতে ফোন করে 70 লক্ষ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা । টাকা দ্রুত পাওয়ার জন্য পুক্কালিকে মারধরের ভিডিয়ো পাঠানো হয় তাঁর পরিবারের কাছে । অন্ধ্রপ্রদেশে পৌঁছে স্থানীয় এক অটোচালককে ফিট করে পুলিশ । সেই কিডন্যাপারদের সঙ্গে পুলিশের নির্দেশ মতো কথা বলত । মুক্তিপণের টাকা দেওয়ার জন্য একটি হোটেলে ডাকা হয় অপহরণকারীদের । সেখানেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে । উদ্ধার করা হয় অপহৃতকেও । ধৃতদের ট্রানজিট রিমান্ডে শনিবার সোনারপুরে নিয়ে আসে পুলিশ । এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে । তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.