ETV Bharat / state

North Sikkim Landslide: নর্থ সিকিমে ধসে আটক 400 পর্যটকে উদ্ধার করল সেনা

author img

By

Published : May 20, 2023, 11:47 AM IST

সিকিমে আটক প্রায় 400 পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা ৷ শুক্রবার তাঁদের উদ্ধার করে সেনা ক্যাম্পে রাখা হয় ৷ চুংথাং ধসের কারণে পাহাড়ি রাস্তায় আটকে যান পর্যটকরা ৷ আজ সকালে রাস্তা পরিস্কার করে পর্যটকদের গ্যাংটকে পাঠানো হয়েছে ৷

Landslide in North Sikkim ETV BHARAT
Landslide in North Sikkim

ভারতীয় সেনাকে ধন্যবাদ জ্ঞাপন পর্যটকদের

শিলিগুড়ি/তেজপুর (অসম), 20 মে: নর্থ সিকিমের ধসে আটকে পড়া প্রায় 400 পর্যটককে উদ্ধার করল সেনা ৷ ভারী বৃষ্টির কারণে উত্তর সিকিমের লাচেন, লাচুং ও চুংথাং এলাকায় 19 মে ধস নামে ৷ তার জেরে আটকে পড়েন প্রায় 400 জন পর্যটক । তাঁরা লাচুং ও লাচেন উপত্যকায় ঘুরতে যাচ্ছিলেন ৷ ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে তাঁরা সকলে চুংথাং-এ আটকে যান বলে জানিয়েছেন সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত ৷

ওই সেনা আধিকারিক আরও জানিয়েছেন, 19 মে প্রায় 400 জন পর্যটক ধসের কারণে পাহাড়ি রাস্তায় আটকে যান ৷ লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় আটকে থাকলে বড় কোনও দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা ছিল ৷ তাই চুংথাং এর মহকুমা শাসক সেনাকে উদ্ধারকাজে সাহায্যের জন্য অনুরোধ করেন ৷ সেই মতো সেনার ত্রিশক্তি কর্পস নিরাপদে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজে নামে ৷ সেনার তরফে জানানো হয়েছে, আটকে পড়া পর্যটকদের মধ্যে 216 জন পুরুষ 113 জন মহিলা ছিলেন। ছিল 54টি শিশুও ৷

সেনার তরফে মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, পর্যটকদের উদ্ধার করে তিনটি আলাদা ক্যাম্পে রাখা হয়েছে ৷ সেখানে তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা, গরম পানীয় ও খাবার এবং গরম কাপড় দেওয়া হয়েছে ৷ লাগাতার বৃষ্টির কারণে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি চলে গিয়েছে ৷ ফলে অনেকেই কমবেশি অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ সেনার মেডিক্যাল ক্যাম্পগুলিতে তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ এর জন্য তিনটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছিল ৷

আরও পড়ুন: চারধাম যাত্রা শুরুর আগেই চিন্তার মেঘ, ইসরোর ভূমিধসে ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় শীর্ষ 2 উত্তরাখণ্ডের

আজ ভোরের দিকে এক মহিলার মাথাযন্ত্রণা ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় ৷ তাঁকে দ্রুত সেনার তরফে কাছের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে আইসিসিইউ-তে ভরতি করানো হয় ৷ তবে, সকালের মধ্যেই তিনি সুস্থ হয়ে গিয়েছেন ৷ জানা গিয়েছে, মহিলা গুরুডোগমার লেকে গিয়েছিলেন ৷ উচ্চতার কারণে, অ্যাকিউট মাউন্টেন সিকনেস দেখা দিয়েছিল তাঁর ৷ তবে, অক্সিজেন ও ওষুধের মাধ্যমে তাঁকে সুস্থ করে তোলা হয়েছে ৷

এমনকী রাতে বাহিনীর জওয়ানরা তাঁদের থাকার ব্যারাকগুলি পর্যটকদের থাকার জন্য খালি করে দিয়েছিলেন ৷ তাঁদের উদ্ধার করে এবং দেখভাল করার জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছেন পর্যটকরা ৷ শনিবার সকালে সেনার তরফে রাস্তার ধস সরিয়ে পর্যটকদের গ্যাংটকে ফেরার ব্যবস্থা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.