ETV Bharat / state

Panchayat Election in Darjeeling : পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনকে স্বাগত জানাল দার্জিলিংয়ের সব রাজনৈতিক পক্ষ

author img

By

Published : Sep 1, 2022, 6:23 PM IST

Updated : Sep 1, 2022, 9:22 PM IST

all-political-parties-of-darjeeling-welcomes-panchayat-elections
Panchayat Election in Darjeeling : পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনকে স্বাগত জানাল দার্জিলিংয়ের সব রাজনৈতিক পক্ষ

1999 সালে শেষবার দার্জিলিংয়ে (Darjeeling) পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ৷ সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections) সংক্রান্ত সীমানা পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন (Bengal Election Commission) ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাহাড়ের সবক’টি রাজনৈতিক দল ৷

দার্জিলিং, 1 সেপ্টেম্বর : দার্জিলিং (Darjeeling) পাহাড়ের প্রায় সব বড় রাজনৈতিক দল পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections) নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের (Bengal Election Commission) পদক্ষেপকে স্বাগত জানিয়েছে । উল্লেখযোগ্য ভাবে, 29 আগস্ট, রাজ্য নির্বাচন কমিশন জিটিএ (GTA) অঞ্চল বা দার্জিলিং পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সীমানা পুনর্বিন্যাস একটি বিজ্ঞপ্তি জারি করেছে ।

জানা গিয়েছে যে 1999 সালে দার্জিলিং পাহাড়ে শেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল এবং তারপর থেকে দার্জিলিং পাহাড়ে কোনও পঞ্চায়েত নির্বাচন হয়নি । এদিকে, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা (Anit Thapa) জানিয়েছেন, সাম্প্রতিক জিটিএ নির্বাচনের সময়, তাঁরা দার্জিলিং পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনের দাবি করেছিলেন । পরে তিনি রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গেও দেখা করেন এবং পঞ্চায়েত নির্বাচনের বিষয়টি উত্থাপন করেন ।

Panchayat Election in Darjeeling : পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনকে স্বাগত জানাল দার্জিলিংয়ের সব রাজনৈতিক পক্ষ

অবশেষে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের জন্য সীমানা নির্ধারণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে । অনিত থাপা আরও জানান, ধীরে ধীরে দার্জিলিংয়ের বিশৃঙ্খল পরিস্থিতি শেষ হয়ে অবস্থা সঠিক দিকে যাচ্ছে । পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ।

গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) সাধারণ সম্পাদক রোশন গিরি জানান, তাঁর দল দীর্ঘদিন ধরে দার্জিলিং পাহাড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দাবি জানিয়ে আসছে । এমনকি 2011 সালের জিটিএ চুক্তিতে তিনি দার্জিলিং পাহাড়ের জন্য একটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার দাবি করেছিলেন এবং এটি জিটিএ আইনেও উল্লেখ করা হয়েছিল । কিন্তু যেহেতু পাহাড়ি জনগণ গত 22 বছর ধরে পঞ্চায়েত নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, তাই দার্জিলিং পাহাড়ে প্রস্তাবিত দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই ।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress) রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে । পাহাড়ে তৃণমূলের নেতা সন্তোষ মোক্তান জানিয়েছেন, তৃণমূল জনস্বার্থে কাজ করে । তাই তৃণমূল কংগ্রেসের সরকার পাহাড়ি জনগণকে পঞ্চায়েতি অধিকার প্রদান করেছে, যা গত 22 বছর থেকে দার্জিলিং পাহাড়ে ছিল না ।

আরও পড়ুন : পাহাড়ের ভোটে ভরাডুবির পর বিজেপির সঙ্গে জোট করতেই কি দিল্লির পথে বিমল গুরুং

Last Updated :Sep 1, 2022, 9:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.