Bimal Gurung পাহাড়ের ভোটে ভরাডুবির পর বিজেপির সঙ্গে জোট করতেই কি দিল্লির পথে বিমল গুরুং

author img

By

Published : Aug 27, 2022, 3:28 PM IST

is-bimal-gurung-going-to-delhi-to-make-alliance-with-bjp

দার্জিলিং পৌরসভা (Darjeeling Municipality Election) ও জিটিএ-র নির্বাচনে (GTA Election) ভরাডুবি হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) ৷ তার পর পাহাড়ের রাজনীতিতে কার্যত কোনঠাসা বিমল গুরুং (Bimal Gurung) ৷ শনিবার তিনি দিল্লি গেলেন৷ প্রশ্ন উঠছে, তাহলে কি ফের বিজেপির (BJP) সঙ্গে জোটের পথে গুরুং ?

শিলিগুড়ি, 27 অগস্ট : ফের দিল্লির পথে গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung) । আর তাঁর দিল্লি সফরকে ঘিরে রাজনৈতিক মহলে ফের একবার জল্পনার সৃষ্টি হয়েছে । তবে কি ফের রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হাত ছেড়ে পদ্ম শিবিরের হাত ধরবেন বিমল গুরুং ? এই নিয়ে জোর জল্পনার ছড়িয়েছে শৈলরানির রাজনীতিতে ।

যদিও তাঁর দিল্লির সফর নিছক একটি সামাজিক কর্মসূচি বলে জানান বিমল গুরুং । শনিবার দার্জিলিং থেকে সড়কপথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "দিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে একটি সামাজিক কর্মসূচি রয়েছে ৷ সেখানেই যোগ দিতে যাচ্ছি । মোর্চার সেন্ট্রাল কমিটির সঙ্গেও বৈঠক রয়েছে । এরপর একটু দেরাদুনে কয়েকজনকে আমন্ত্রণ জানাতে যাব ।"

যদিও বিমল গুরুংয়ের দিল্লি সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা । কারণ, সম্প্রতি জিটিএ নির্বাচনে (GTA Election) 47টি আসনের মধ্যে মাত্র দু’টি আসনে জয় পেয়েছে বিমল গুরুংয়ের মোর্চা । সেই জায়গায় দাঁড়িয়ে দার্জিলিং পৌরসভা নির্বাচন (Darjeeling Municipality Election) ও জিটিএ নির্বাচনে মুখ থুবড়ে পড়ায় বিমল গুরুংয়ের অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছে ।

দিল্লির পথে বিমল গুরুং

সশস্ত্র আন্দোলনের পর রাজ্য সরকারের বদান্যতায় পাহাড়ে ফিরলেও আগের মতো আর সাম্রাজ্য নেই বিমল গুরুং, তা একপ্রকার পরিষ্কার তাঁর কাছে । তার উপর পাহাড়ের রাশ এখন অনিত থাপার হাতে । এদিকে সামনে পঞ্চায়েত ভোট (Panchayat Vote) ও তারপরেই 2024-এর লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। সেই জায়গায় দাঁড়িয়ে ফের একবার নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে বিমল গুরুং বিজেপির (BJP) সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন : শিবির বদলাচ্ছেন গুরুং ? পাহাড়ে ফের গোর্খাল্যান্ড নিয়ে অশান্তির মেঘ !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.