ETV Bharat / state

Adhir Chowdhury Criticises BJP: নেতাজিকে ব্যবহার করে আখেড় গোছাচ্ছে বিজেপি, অভিযোগ অধীরের

author img

By

Published : Jan 23, 2023, 5:55 PM IST

নেতাজির আদর্শ প্রসঙ্গে, বিজেপি ও আরএসএস-কে নিশানা অধীর চৌধুরীর (Adhir Chowdhury Criticises BJP) ৷ অভিযোগ করলেন, একসময় নেতাজির ‘দিল্লি চলো’র বিরোধিতা করেছিল বিজেপির পূর্বসূরীরা ৷ আর আজ বিজেপি নেতাজির আদর্শকে ব্যবহার করে আখেড় গোছাচ্ছে ৷

Adhir Chowdhury Criticises BJP ETV BHARAT
Adhir Chowdhury Criticises BJP ETV BHARAT

নেতাজিকে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ অধীর চৌধুরীর

শিলিগুড়ি, 23 জানুয়ারি: নেতাজির ‘দিল্লি চলো’ ডাককে সমর্থন করেনি বিজেপির পূর্বসূরীরা ৷ হিন্দু যুবসমাজকে তারা ইংরেজদের সেনাবাহিনীতে যোগ দিতে বলেছিল ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকীতে তাঁর আদর্শ প্রসঙ্গে বিজেপিকে এভাবেই নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury Criticises BJP Over Netaji Ideology) ৷ শিলিগুড়িতে প্রদেশ কংগ্রেসের ‘সাগর থেকে পাহাড় যাত্রা’র শেষলগ্নে অধীরের মন্তব্যে বেড়েছে রাজনৈতিক উত্তাপ ৷ এমনকি নেতাজির লেখা বইয়ের কথা উল্লেখ করে বিজেপির পূর্বসূরীদের দেশের পক্ষে ক্ষতিকর বলে দাবি করেছেন অধীর ৷

রাজ্যে কংগ্রেসের ‘ভারত জোড় যাত্রা’র ছোট সংস্করণ ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ করছে প্রদেশ নেতৃত্ব ৷ আজ 23 জানুয়ারি সেই কর্মসূচি শিলিগুড়িতে পৌঁছেছে ৷ সেখানে নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তীতে বিজেপি ও তাদের পূর্বসূরীদের সুবিধাবাদী বলে নিশানা করেছেন অধীর চৌধুরী ৷ নেতাজিকে ব্যবহার করে বিজেপির উত্তরসূরীরা নিজেদের আখেড় গুছিয়েছে বলে দাবি করেছেন অধীর ৷ সেখানে দেশভাগ নিয়ে সাভারকর ও জিন্নার প্রসঙ্গ টেনে আনেন অধীর ৷

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘বিজেপির উচিত ভারতবর্ষের ইতিহাসকে ভালো করে পড়া ৷ নেতাজির লেখা বইতে উল্লেখ রয়েছে, সাভারকর ব্রিটিশদের সাহায্য নিয়ে হিন্দু রাষ্ট্র এবং মহম্মদ আলি জিন্না ব্রিটিশদের সাহায্যে পাকিস্তান করতে চেয়েছিল ৷ এই ধরনের দলগুলি দেশের জন্য ভালো নয় ৷ নেতাজির কন্যা অভিযোগ করেছেন, বিজেপি নেতাজি সুভাষচন্দ্রকে ব্যবহার করে নিজেদের আখেড় গোছাতে চাইছে ৷’’

আরও পড়ুন: স্বাধীনতার পর নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, দাবি প্রধানমন্ত্রীর

এদিন অধীর বলেন, ‘‘নেতাজি যখন ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন ৷ তখন বর্তমান বিজেপির পূর্বসূরীরা ব্রিটিশদের সমর্থন করেছিল ৷ বলেছিল ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলে আবার মুঘলরা চলে আসবে ৷ তাই হিন্দু যুবসমাজকে ইংরেজদের সেনাবাহিনীতে যোগ দিতে বলেছিল ৷ আজ তারা নেতাজির আদর্শের কথা বলছে ৷ ওদের নেতাজির লেখা বই আগে পড়া উচিত ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.