ETV Bharat / state

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে উধাও ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত রোগী

author img

By

Published : Jun 18, 2021, 6:43 AM IST

বুধবার ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুর্শিদাবাদের সুতি থানা এলাকার বাসিন্দা এক প্রৌঢ়া ৷ বৃহস্পতিবার রাতে ওয়ার্ডের কর্তব্যরত নার্সরা দেখেন ওয়ার্ড থেকে ওই মহিলা উধাও ।

a black fungus infected patient absconded from north bengal medical college and hospital
হাসপাতালের ওয়ার্ড থেকে উধাও ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত রোগী

শিলিগুড়ি, 18 জুন : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে উধাও ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসে আক্রান্ত এক মহিলা রোগী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে ৷ এর আগেও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পালিয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। তারপরেও কেন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সুটিথানার বাসিন্দা এক প্রৌঢ়া সম্প্রতি করোনায় সংক্রমিত হন । তারপরে সুস্থও হয়ে ওঠেন। এরপর আচমকা তাঁর শারীরিক অবনতি দেখা দেয়। যেহেতু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিস চিকিৎসার রিজিওনাল হাব হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য দফতর ৷ সেই কারণে তাঁকে বুধবার মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয় । তাঁকে ইএনটি সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয় । এরপর নিশ্চিত হতে তাঁর টিস্যু ও লালারসের নমুনা সংগ্রহ করে হাসপাতালের ভাইরাল রিসার্চ এন্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয় ।

আরও পড়ুন : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে ব্ল্যাক ফাংগাস চিকিৎসার রিজিওনাল হাব ঘোষণা স্বাস্থ্য দফতরের

বৃহস্পতিবার তার কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও ব্ল্যাক ফাংগাসের রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরই তার যাবতীয় চিকিৎসার পদক্ষেপ শুরু করা হয় । কিন্তু রাতে ওয়ার্ডের কর্তব্যরত নার্সরা দেখেন ওয়ার্ড থেকে ওই মহিলা উধাও । এরপরই গোটা হাসপাতালে শোরগোল পড়ে যায় । হাসপাতাল চত্ত্বরে শুরু হয় খোঁজাখুজি । এখনও পর্যন্ত ওই রোগীর হদিশ মেলেনি । ইতিমধ্যে মেডিক্যাল ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক রাধেশ্যাম মাহাতো বলেন, "মহিলার এদিনই ব্ল্যাক ফাংগাসের রিপোর্ট আসে। কিন্তু রাতের বেলায় ওয়ার্ডে তাকে পাওয়া যায়নি। পুলিশে বিষয়টি জানানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.