ETV Bharat / state

শিলিগুড়িতে 24 ঘণ্টার মধ্যে ব্ল্যাক ফাংগাসের বলি 3

author img

By

Published : Jun 3, 2021, 11:16 AM IST

ইএনটি বিভাগে ভেন্টিলেটর থাকাকালীন মৃত্যু হয় রোগীর । চিকিৎসা বা অস্ত্রপ্রচার করার মতো সময় পাননি হাসপাতালের চিকিৎসকরা ।

শিলিগুড়িতে ব্ল্যাক ফাংগাসের বলি
ছবি

শিলিগুড়ি, 3 জুন : চব্বিশ ঘণ্টার মধ্যে শিলিগুড়িতে ফের ব্ল্যাক ফাংগাসে মৃত্যু হল আরও এক ব্যক্তির । এই নিয়ে শুধু মাত্র শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাংগাসে মৃত্যু হল তিন জনের ।

বুধবারই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছিল শিলিগুড়ি পৌরনিগমের প্রধাননগরের বাসিন্দা গায়ত্রী পাসওয়ান এবং শিলিগুড়ি সংলগ্ন গজলডোবার বাসিন্দা অঞ্জলি ব্যাপারীর । এবার বৃহস্পতিবার ভোরে ব্ল্যাক ফাংগাসে মৃত্যু হল শিলিগুড়ি চম্পাসারি এলাকায় মিলন মোড়ের বাসিন্দা ওঙ্কার নাথ চৌধরির ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , ইএনটি বিভাগে ভেন্টিলেটর থাকাকালীন মৃত্যু হয় তাঁর । চিকিৎসা বা অস্ত্রপ্রচার করার মতো সময় পাননি হাসপাতালের চিকিৎসকরা ।

ওঙ্কারনাথ চৌধরি মাসখানেক আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন । এরপর তিনি করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও পরে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হন । এর আগে তাঁর দুবার কিডনি প্রতিস্থাপনও হয়েছিল । এছাড়াও তিনি হাই সুগার এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন ।

20 মে থেকে শিলিগুড়ির সেবক রোডের একটি নার্সিংহোমে চিকিৎসা চলছিল তাঁর । শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা থাকায় সেখানেও 24 ঘণ্টা ভেন্টিলেশনে ছিলেন তিনি । 25 মে ব্ল্যাক ফাংগাসে সংক্রমিত হলে নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন ।

কিন্তু পরিবারের অভিযোগ, নার্সিংহোমের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী একাধিকবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও ওঙ্কার নাথ চৌধরিকে স্থানান্তরিত করা যায়নি । ওঙ্কারনাথ চৌধরির মেয়ে তুশালী চৌধরি বলেন, " বাবাকে মেডিকেলে ভর্তি করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমরা ছুটোছুটি করছিলাম । কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল বেড না থাকায় বাবাকে ভর্তি নেওয়া যাচ্ছে না । এমনকি আমরা মেডিকেলে ভর্তি করানোর জন্য শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসকের কাছে গিয়েছিলাম । কিন্তু তারাও সেরকমভাবে কোনও সাহায্য করেননি । এরপর 2 জুন বেড খালি হলে বাবাকে নার্সিংহোম থেকে মেডিকেলে স্থানান্তরিত করা হয় । কিন্তু মাঝ রাতেই বাবা মারা যান। যদি আগে মেডিকেলে বাবাকে স্থানান্তরিত করা যেত তাহলে বাবার প্রাণ বাঁচানো সম্ভব হত।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.