ETV Bharat / state

জটিল রোগে আক্রান্ত 1 মাসের শিশু পেল স্বাস্থ্যসাথীর চিকিৎসার সুযোগ

author img

By

Published : Jan 14, 2021, 9:23 PM IST

হার্ট ও চোখের জটিল রোগে আক্রান্ত শিশু চিকিৎসার সুবিধার্থে মিলল স্বাস্থ্যসাথী কার্ড । খুশি শিশুর পরিবার ।

জটিল রোগে আক্রান্ত 1 মাসের শিশু পেল স্বাস্থ্য সাথীর চিকিৎসার সুযোগ
জটিল রোগে আক্রান্ত 1 মাসের শিশু পেল স্বাস্থ্য সাথীর চিকিৎসার সুযোগ

বালুরঘাট, 14 জানুয়ারি : স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় এল এক মাসের অসুস্থ শিশুর চিকিৎসা । হার্ট ও চোখের জটিল রোগে আক্রান্ত এই শিশু । বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবন থেকে মিলল স্বাস্থ্য সাথী কার্ড । এই কার্ড পেয়ে খুশি শিশুর পরিবার ।

জানা গেছে, বালুরঘাট ও মালদায় চিকিৎসা করিয়েও ওই অসুস্থ শিশুর পরিবার । বালুরঘাট ব্লকের বাউলের সরণগ্রামের বাসিন্দা রতন মণ্ডল পেশায় কাঠ মিস্ত্রি । একমাস আগে পুত্র সন্তান হয় । জন্ম থেকেই শিশুর হার্ট ও চোখের সমস্যায় আক্রান্ত । পরিবারের সাধ্যমতো স্থানীয় চিকিৎসা করিয়েও কোনও সুরাহা হয়নি ।

আরও পড়ুন : "স্বাস্থ্য সাথী" কার্ড থাকা সত্ত্বেও সরকারি, বেসরকারি হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যু প্রৌঢ়র !

পরিবারের তরফে জানান হয়, মালদায় গিয়েও চিকিৎসা করানো হয়েছিল শিশুর । তাতেও লাভ হয়নি । আর্থিক সমস্যার কারণে বাইরে গিয়েও চিকিৎসা করাতে পারেননি রতন । অবশেষে জেলা প্রশাসনিক ভবনে সাহায্যের জন্য আবেদন জানায় । তারপরেই জেলাশাসক নিখিল নির্মল শিশুর পরিবারকে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন ।

এবিষয়ে জেলা স্বাস্থ্য সাথীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানু মণ্ডল জানান, ওই শিশুটি হার্ট ও চোখের জটিল রোগে ভুগছিল । বিষয়টি জানার পরে ওই শিশুকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে । শিশুর বাবা রতন মণ্ডল জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.