ETV Bharat / state

Dinajpur Village Girl Somu Sarkar: ছোট পর্দার জনপ্রিয় মুখ সোমু দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে

author img

By

Published : Feb 22, 2023, 8:07 PM IST

Somu Sarkar ETV Bharat
সোমু সরকার

দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur News) প্রত্যন্ত গ্রামের মেয়ে সোমু সরকার (Dinajpur Village Girl Somu Sarkar) গোধূলি আলাপ ধারাবাহিকে মুখ্য চরিত্রে (Godhuli Alap) অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ৷ এতে গর্বিত তাঁর পরিবার ৷

জনপ্রিয় মুখ সোমু দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে

বংশীহারি, 22 ফেব্রুরারি: প্রত্যন্ত গ্রামের মেয়ে সোমু সরকার (Dinajpur Village Girl Somu Sarkar) সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় মুখ ৷ ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap) ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন তিনি । অদম্য জেদ ও ইচ্ছাশক্তিকে হাতিয়ার করে বছর 25-এর কন্যা টেলিভিশনের পর্দায় ‘নোলক’ হিসেবে দর্শকদের মন জয় করে চলেছেন ।

সোমু দক্ষিণ দিনাজপুর জেলার (South Dinajpur News) বংশীহারী ব্লকের মহাবারী পঞ্চায়েতের খিদিরপুর গ্রামের মেয়ে । বাবা শৈলেন্দ্রনাথ সরকার জম্মুতে বিএসএফে কর্মরত । মা মীরা সরকার গৃহবধু । বংশীহারী বালিকা বিদ্যালয় থেকে 2012-15 সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন সোমু । 2017 সালে মালদা গৌড় কলেজে মাস কমিউনিকেশন নিয়ে স্নাতক পাশ করেছেন । 2018-19 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে করেন মাস্টার ডিগ্রি ।

মালদা কলেজে থাকাকালীন সাংবাদিকতায় পড়াশোনার পাশাপাশি শর্ট ফিল্মে অংশ নেন সোমু সরকার । একসময় নিজের লেখা ও নির্দেশনায় ‘দেয়ার লাভস স্টোরি’ নামে একটি শর্ট ফিল্ম তৈরি করে ফেলেন । ভালো ভিউয়ার ছিল তাঁর তৈরি ফিল্মে । কলেজে পড়াশোনার ফাঁকে মালদার এক স্থানীয় টিভি চ্যানেলে খবরও পড়তেন তিনি ।

একদিকে সাংবাদিকতা অপরদিকে অভিনয়, কোনটাকে পেশা হিসেবে নেবে তা ভাবতে ভাবতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ এল । সেখানে সাংবাদিকতা পড়ার পাশাপাশি একটি চ্যানেলে ‘ইকির মিকির’ ও অপর একটি চ্যানেলে ‘অগ্নিশিখা’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন । তারপর ধীরে ধীরে সম্পূর্ণ অভিনয়ে মনোনিবেশ করেন সোমু । এরপর জনপ্রিয় ‘মোহর’ ধারাবাহিকে তাঁর পার্শ্ব চরিত্রে অভিনয় দর্শকদের নজর কাড়ে ।

Dinajpur Village Girl Somu Sarkar ETV Bharat
সোমুর বাবা-মা

পরবর্তীতে ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের মুখ্য চরিত্রের সুযোগ আসে । সেখানে কেন্দ্রীয় চরিত্র ‘নোলক’-এর ভূমিকায় বেশ সাড়া ফেলে দিয়েছেন সোমু । ছোটবেলা থেকে গল্পের বই ছিল তাঁর প্রিয় । আজও সময় পেলে গল্পের বইয়ে ডুবে থাকেন । শুটিংয়ের ফাঁকে দু-চার দিন ছুটি পেলেই গ্রামে ফিরে ছোটবেলার বান্ধবী পূজা, সুচরিতা, বর্ষাদের নিয়ে উত্তরের পাহাড়ে ঘুরতে বেরিয়ে পড়েন ।

আরও পড়ুন: আড্ডায় ছোটপর্দার নোলক সোমু সরকার

সোমুর মা মীরা সরকারের দাবি, নিজের চেষ্টাতেই এত দূর গিয়েছে তাঁদের মেয়ে । বিভিন্ন জায়গায় অডিশন দেওয়ার জন্যই আজকে তাঁর সিরিয়ালে যাওয়া । ছোট থেকেই সোমুর গল্পের বই পড়ার খুব নেশা বলে জানালেন তাঁর মা । তিনি বলেন, এখনও সকাল বেলায় শুটিং করতে যাওয়ার পথে গল্পের বই পড়তে পড়তে যান অভিনেত্রী এবং তাঁর বাড়িতে রয়েছে প্রচুর বই ৷

সোমু সরকারের কাকিমা তথা বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার জানান, "গোধূলি আলাপ ধারাবাহিক সমুকে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেয় । সেখানে কেন্দ্রীয় চরিত্র ‘নোলক’-এর ভূমিকায় বেশ সাড়া ফেলে দিয়েছে আমাদের প্রত্যন্ত গ্রামের মেয়ে সোমু । ও শুধু আমাদের গ্রামের নয়, বংশীহারি ব্লক-সহ গোটা দক্ষিণ দিনাজপুরের গর্ব ৷"

সোমু সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মাস কমিউনিকেশন-এর একটা পার্ট ছিল ফিল্ম । শিক্ষকের কাছেই শিখেছি ক্যামেরার সামনে কীভাবে কথা বলতে হয় । পড়াশোনা চলাকালীন আয়না ও ক্যামেরার সামনে অভিনয়ের চেষ্টা করতাম । প্যাশনের কারণেই অভিনয়টাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছি । অভিনয় করতে ভালোবাসি বলেই এই প্রফেশনে আসা । প্রতিনিয়ত শুটিংয়ের চাপে বাড়িতে সে ভাবে আসা হয় না। মাঝেমধ্যে মা এসে আমাকে সাহায্য করেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.