ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত সমিতির টিকিট না-পেয়ে বিধায়কের স্বামীকে হেনস্তার অভিযোগ কুশমন্ডিতে

author img

By

Published : Jun 21, 2023, 7:54 PM IST

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের এবার দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির 3 নম্বর উদয়পুর গ্রাম পঞ্চায়েতে ৷ সেখানকার 21 নম্বর পঞ্চায়েত সমিতিতে টিকিট না পেয়ে বিধায়ক রেখা রায়ের স্বামীকে হেনস্তার অভিযোগ উঠল বিক্ষুব্ধদের বিরুদ্ধে ৷

কুশমন্ডির বিধায়কের স্বামীকে হেনস্তা অভিযোগ

কুশমন্ডি (দক্ষিণ দিনাজপুর), 21 জুন: কুশমন্ডির বিধায়কের স্বামীকে হেনস্তার অভিযোগ তৃণমূলের মহিলা সদস্যদের বিরুদ্ধে ৷ অভিযোগ বিধায়ক রেখা রায়ের স্বামী নকুল রায়কে কলার ধরে মাটিতে বসিয়ে জবাবদিহি চান গ্রামের মহিলারা ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির 3 নম্বর উদয়পুর গ্রাম পঞ্চায়েতে ৷ অভিযোগ নকুল রায়ের নির্দেশেই এলাকার যোগ্য তৃণমূল কর্মীরা প্রার্থী হতে পারেননি ৷ টাকার বিনিময়ে অযোগ্যদের টিকিট পাইয়ে দিয়েছেন বিধায়কের স্বামী ৷ সেই অভিযোগেই এলাকার মহিলারা মঙ্গলবার বিকেলে নকুল রায়ের উপরে চড়াও হন ৷ তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে ৷

কুশমন্ডি ব্লকের তিন নম্বর উদয়পুর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের দু’জন মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৷ সেদিন কে তৃণমূলের প্রতীক পাবেন ? আর কে মনোনয়ন প্রত্যাহার করবে ? এ নিয়ে বিডিও দফতরের সামনেই উত্তেজনা তৈরি হয় ৷ এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে ৷ যাঁরা মনোনয়ন পেশ করেছিলেন তাঁরা হলেন পিউ ঘোষ এবং নার্গিস বেগম ৷

তৃণমূল সূত্রে খবর, দল প্রথমে নার্গিস বেগমের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে ৷ কিন্তু, সেই প্রার্থীর নাম বাতিল করে দেন কুশমন্ডির তৃণমূল বিধায়ক রেখা রায় ৷ পরবর্তীতে সেখানে অনুমোদন দেওয়া হয় পিউ ঘোষকে ৷ এর পরেই নার্গিস বেগমের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে ৷ সমস্যা সমাধান করতে ব্লক তৃণমূল সভাপতি কেশব জোশী ব্লক অফিসে এলে, তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান নার্গিস বেগমের সমর্থকরা ৷

আরও পড়ুন: টাকা দিলেই টিকিট! নির্বাচনে দলের অন্দরে দুর্নীতি নিয়ে মমতাকে হুঁশিয়ারি হুমায়ুন কবীরের

এই ঘটনার পর তড়িঘড়ি টিচার্স কো-অপারেটিভের দোতালায় তৃণমূল ব্লক নেতৃত্ব বৈঠকে বসে ৷ সেখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কেশব জোশী, বিধায়ক রেখা রায়-সহ বঙ্গজননীর জেলা সভানেত্রী মিঠু জোয়ারদার ৷ সেই বৈঠক চলাকালীনও ঝামেলা হয় দু’পক্ষের মধ্যে ৷ বিধায়ক এবং তাঁর লোকজনদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ ৷ নার্গিস বেগমের সমর্থকরা টাকা নিয়ে টিকিট বিক্রি করার অভিযোগ তোলেন ৷ এরপরেই নকুল রায়ের জামার কলার ধরে টানাটানি করে তাঁকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ৷ নার্গিস বেগম এবং তাঁর সমর্থকরা নকুল রায়ের জামা ছিঁড়ে দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানার পুলিশ ৷

আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহারের হুমকি ! একরত্তি সন্তানকে নিয়ে আত্মগোপন বিজেপি প্রার্থী এক দম্পতির

এই বিষয়ে নকুল রায় জানান, আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কীভাবে রণকৌশল তৈরি হবে ? সেই ব্যাপারে বৈঠক ডাকা হয়েছিল ৷ মিটিং চলাকালীন হঠাৎ 3 নম্বর উদয়পুর গ্রাম পঞ্চায়েতের মহিলারা অশান্তির সৃষ্টি করেন ৷ তার পরে ব্লক সভাপতি-সহ সকলকে গালিগালাজ করে বলে অভিযোগ করেছেন তিনি ৷ মূলত নার্গিস বেগম যখন জানতে পারেন, তাঁকে টিকিট দেওয়া হবে না ৷ তখনই ঝামেলা শুরু করেন তিনি ৷ এই ঘটনায় মিঠু জোয়ারদার এবং তাঁর স্বামী রীতেশ জোয়ারদারের বিরুদ্ধে নার্গিস বেগম-সহ বাকিদের উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন নকুল রায় ৷

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘তৃণমূলে টাকা দিয়েই টিকিট পাওয়া যায় ৷ বিধায়কের স্বামীকে মারধর করা হয়েছে শুনেছি ৷ এটা আবার নতুন বিষয় কিছু নয় ৷ ভাইপো জমানা শুরু হওয়ার পর থেকেই টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না ৷ টাকা ছাড়া গাছ বা পাতা কোন কিছুই নড়ে না ভাইপোর জমানায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.