ETV Bharat / state

যুক্তিহীন কোরোনা পুজোয় ব্যস্ত বালুরঘাটের মহিলারা

author img

By

Published : Jun 9, 2020, 11:00 AM IST

Corona Pujo in Balurghat is full of superstition
কোরোনা পুজোয় ব্যস্ত বালুরঘাটের মহিলারা

কোরোনা মোকাবিলায় সামাজিক দূরত্বকে শিকেয় তুলে বালুরঘাটে কোরোনা মায়ের পুজো । বিজ্ঞানের অন্ধকারে ডুবে রয়েছে মানুষের একাংশ । অন্ধবিশ্বাসে ভর করে পুজোয় ব্যস্ত মহিলারা ।

বালুরঘাট, 9 জুন : মারণ ভাইরাস কোরোনা এবার থাবা বসিয়েছে মানুষের মানসিকতায় । মানুষের বিশ্বাসে । অন্ধ বিশ্বাসে ভর করে কোরোনা পুজোর আয়োজনে ব্যস্ত বালুরঘাটের মহিলারা । গতকাল থেকে শুরু হয়েছে পুজো । আজও চলছে সেই পুজো । বালুরঘাট শহরের উত্তমাশা বটকৃষ্ণপল্লি এবং আত্রেয়ী কলোনিতে কোরোনা পুজোর আয়োজন করা হয় । আয়োজকদের মুখে মাস্ক পরা কিংবা সামাজিক দূরত্বের কোনও বালাই ছিল না ।

এ বিষয়ে বিজ্ঞান মঞ্চ জানিয়েছে, পুজো করে কোরোনা থেকে নিস্তার পাওয়া সম্ভব নয় । এর জন্য সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার । কোরোনা মোকাবিলায় গোটা বিশ্ব একযোগে কাজ করছে । ভাইরাস দমনে ভ্যাকসিন তৈরি করার চেষ্টা চলছে দিন রাত এক করে । দফায় দফায় লকডাউন, কারফিউ করেও সংক্রমণ রুখতে হিমশিম খাচ্ছেন বিজ্ঞানীরা ।

Corona Pujo in Balurghat is full of superstition
পুজোয় ব্যস্ত মহিলারা

সকালে স্নান করে উপোস থেকেছেন মহিলারা । মোট 11 জন এই পুজোয় অংশগ্রহণ করছেন । পূজার নিয়মাবলীও নিজেরাই ঠিক করে নিয়েছেন । কালীপুজোর মতই কোরোনাকেও দেবীরূপে দেখছেন তারা । পুজোর নিয়মাবলীতে কী কী থাকছে ? 9টি জবাফুল, 9টি লাড্ডু, 9টি লবঙ্গ, গুড়, সিঁদুর-সহ নানা পুজোর উপকরণ । অবশ্য এই প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়া যাবে না । তাই মাটি খুঁড়ে সেখানেই পুঁতে দিতে হবে প্রসাদ । পুজোর মন্ত্র কী? কিন্তু তার উত্তর জানেন না মহিলারা । ঘটা করে মাস্ক ছাড়াই সামাজিক দূরত্বকে শিকেয় তুলে কোরোনা পুজোয় মেতেছেন অনেকেই । সপ্তাহে দু'দিন করে এই পুজো হবে বলেও জানিয়ে দিয়েছেন তারা । এবিষয়ে পুজো উদ্যোক্তা রীণা বাঁশফোঁড় বলেন, "সারা দেশে কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে । সেই কারণে কোরোনা পুজো শুরু ।'' তাঁরা সোশাল মিডিয়ায় দেখেছেন, এই পুজো করলে কোরোনা মা নাকি সন্তুষ্ট হবে৷ এরপর একটা ঝড় আসবে । তারপর সব শান্ত হয়ে কোরোনা নাকি এই দেশ থেকে পালিয়ে যাবে । সপ্তাহে দু'দিন করে এই পুজো করতে হবে ।"

অন্যদিকে এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজ্ঞান মঞ্চের সদস্য প্রদীপ বসু জানান, "অন্ধ-কুসংস্কারগুলি দূর করতে প্রথমে শিক্ষার প্রসার ঘটানো খুবই জরুরি । মানুষের মধ্য ভুল ধারণা দূর করতে হবে । পুজো অর্চনায় কোরোনা দূর সম্ভব নয় । সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে । তার সঙ্গে মুখে মাস্ক পরতে হবে । কোরোনা মোকাবিলার জন্য সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.