ETV Bharat / state

বালুরঘাটে উদ্ধার বিলুপ্তপ্রায় গন্ধগোকুল

author img

By

Published : Mar 16, 2021, 11:42 AM IST

গতকাল সকালে বালুরঘাট শহরের একটি নর্দমা থেকে উদ্ধার হয় একটি গন্ধগোকুল ৷ পরে পৌরসভার বন্যকর্মী বিভাগের উদ্ধারকর্মীরা প্রণীটিকে উদ্ধার করে নিয়ে যায় ৷

বালুরঘাটে উদ্ধার বিলুপ্তপ্রায় গন্ধগোকুল
বালুরঘাটে উদ্ধার বিলুপ্তপ্রায় গন্ধগোকুল

বালুরঘাট, 16 মার্চ : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সুভাষ কর্নার এলাকা থেকে উদ্ধার হল একটি গন্ধগোকুল ৷ গতকাল বালুরঘাট পৌরসভার জঞ্জাল সাফাই কর্মীরাই প্রথম বন্যপ্রাণীটিকে দেখতে পান ৷ সুভাষ কর্নার এলাকার একটি নর্দমা সাফাই করার সময় নর্দমা থেকেই বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীটিকে উদ্ধার করে তারা । এরপর খবর দেওয়া হয় পৌরসভার বন্যপ্রাণী উদ্ধার কর্মীদের। পৌরসভার বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা এসে ওই গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যায়।

প্রসঙ্গত, সিভেট ক্যাট প্রজাতির বন্যপ্রাণী টিকে মূলত বনেই দেখতে পাওয়া যায়। স্থানীয়দের দাবি, মাঝেমধ্যেই খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে এই ধরনের বন্যপ্রাণীগুলি। তেমনি খাবারের খোঁজে উদ্ধারকৃত গন্ধগোকুলটি লোকালয়ে এসে কোনওভাবে নর্দমায় পড়ে যায় এবং সেখানেই আটকে পড়ে ৷ এদিন বালুরঘাট পৌরসভার জঞ্জাল সাফাই কর্মীরা ওই গন্ধগোকুল টিকে উদ্ধার করে।

আরও পড়ুন :গাছ ভেঙে 2 ঘণ্টা শিয়ালদা-বনগাঁ শাখার ট্রেন পরিষেবা ব্যাহত

পৌরসভার বন্যপ্রাণী উদ্ধারকর্মী কুন্তল মালাকার জানিয়েছেন, এদিন নর্দমা পরিষ্কার করার সময় নর্দমার মধ্যে ওই বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীটিকে দেখা যায় ৷ পরে পৌর কর্মীরা প্রণীটিকে উদ্ধার করে। তারা এই বিলুপ্তপ্রায় বনবিড়াল প্রজাতির গন্ধগোকুলটিকে বনদপ্তরের হাতে তুলে দেন।

অসহায় এই বন্যপ্রাণীটিকে পৌরসভার কর্মীরা তার নিজস্ব বাসস্থানে ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ নিল তাকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপ্রেমীরা সকলেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.