ETV Bharat / state

তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে প্রতীকী অবস্থান-বিক্ষোভ সাংসদ সুকান্ত মজুমদারের

author img

By

Published : May 13, 2020, 8:05 PM IST

বুধবার দুপুরে বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের সামনে তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে প্রতীকী অবস্থান বিক্ষোভে বসে যুব মোর্চা সহ BJP-র জেলা নেতৃত্বরা । ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট , তপন , কুমারগঞ্জ , হিলি , গঙ্গারামপুর সহ প্রতিটি ব্লকে বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের বাইরে প্রতীকী অবস্থান বিক্ষোভ চলে ।

Balurghat
বালুরঘাট

বালুরঘাট , 13 মে : লকডাউনের কারণে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে ফের আন্দোলনে নামল BJP যুব মোর্চার সদস্যরা । বিল মকুবের দাবিতে বুধবার দুপুরে বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভে বসেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । এছাড়াও সেখানে ছিলেন BJP জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ , BJP-র রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায় , সাধারণ সম্পাদক বাপি সরকার , যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত , সাধারণ সম্পাদক অমিত সনকার সহ অন্যান্য জেলা নেতৃত্বরা । আজ সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকের যুব মোর্চার পক্ষ থেকে কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । আর এই লকডাউনের ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ । খেটে খাওয়া মানুষদের পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে । এই অবস্থায় তাঁদের পক্ষে বিদ্যুৎ বিল বহন করা অসম্ভব ব্যাপার । তাই পশ্চিমবঙ্গে তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে সরব হয়েছে যুব মোর্চা । কয়েক দিন আগেই প্রতীকী অবস্থানে বসেছিল যুব মোর্চার সদস্যরা । তিন মাসের বিল মকুবের দাবিতে আজ ফের আন্দোলনে নামল যুব মোর্চার সদস্যরা । বুধবার দুপুরে বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভে বসে যুব মোর্চা সহ BJP-র জেলা নেতৃত্বরা ।

ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট , তপন , কুমারগঞ্জ , হিলি , গঙ্গারামপুর সহ প্রতিটি ব্লকে বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের বাইরে প্রতীকী অবস্থান বিক্ষোভ চলে । তপনে ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সম্পাদক বিভাষ সরকারের নেতৃত্বে চলে প্রতীকী অবস্থান বিক্ষোভ ।

এবিষয়ে BJP নেতা তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান , সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি বিদ্যুৎ দপ্তরের সামনে তাঁদের আন্দোলন চলছে । কোরোনা ও লকডাউনের কারণে মানুষের রোজগার বন্ধ । এই অবস্থায় খেটে খাওয়া দুস্থ মানুষেরা সেই বিল দিতে অপারগ । পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই অবস্থা খারাপ । তাই আজ তাঁরা তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে প্রতীকী অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.