ETV Bharat / state

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, কর্মীকে ঘেরাও গ্রামবাসীদের

author img

By

Published : Nov 28, 2019, 9:09 PM IST

image
বিক্ষোভ চলছে

বালুরঘাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 20 জন শিশু ও কয়েকজন গর্ভবতী মহিলাকে খাবার দেওয়া হয় । প্রত্যেকদিন সকালে শিশুদের খিচুড়ির পাশাপাশি ডিম ও কলা দেওয়ার নিয়ম । অভিযোগ, কয়েক মাস ধরে এই কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে ।

বালুরঘাট, 28 নভেম্বর : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত খাবার দেওয়া হয় না শিশুদের । পরিমাণ মত খিচুড়ি, ডিম, কলা দেওয়া হয় না । এমনটাই অভিযোগ মায়েদের । এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ডাকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । ঘেরাও করা হয় অঙ্গনওয়াড়ির কর্মীদের ।

image
খিচুড়ি ও অর্ধেক ডিম দেওয়া হচ্ছে

বালুরঘাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 20 জন শিশু ও কয়েকজন গর্ভবতী মহিলাকে খাবার দেওয়া হয় । প্রত্যেকদিন সকালে শিশুদের খিচুড়ির পাশাপাশি ডিম ও কলা দেওয়ার নিয়ম । অভিযোগ, কয়েক মাস ধরে এই কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । তাদের ঠিক মতো পড়াশুনাও করানো হয় না । আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসী । সরকারি নির্ধারিত খাবার দেওয়ার পাশাপাশি নিয়মিত পড়াশোনা যাতে হয় তার দাবি তোলে তারা ।

বিক্ষোভকারী পায়েল দাস সরকার বলেন, "সরকার যেখানে এত টাকা খরচ করছে বাচ্চা এবং প্রসূতির সঠিক পুষ্টির জন্য, সেখানে এই কেন্দ্র থেকে বাচ্চাদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । তা কুকুরের খাওয়ারও যোগ্য নয় । শুধু খিচুড়ি ও অর্ধেক ডিম দেওয়া হচ্ছে বাচ্চাদের । অথচ প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের গোটা ডিম, কলা ও শাকসবজি দেওয়া খিচুড়ি দেওয়া হয় ।"

বিক্ষোভকারী ও শিক্ষিকার বক্তব্য

অভিযোগ অস্বীকার করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা বাণী মুন্সি । তিনি বলেন," নির্দিষ্ট সময়ে বাচ্চাদের কেউ নিয়ে আসে না । শুধু যখন খাবার দেওয়া হয় তখনই আসে । অনেকে এক সপ্তাহে বরাদ্দ সব ডিম একসঙ্গে নিতে চায় । এসব দাবি না মানায় আমাকে ঘিরে বিক্ষোভ দেখায় কয়েকজন । আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে । আগামীকাল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব ।"

Intro:অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিম্নমনের খাবার কুকুরেও খায় না, প্রতিবাদে শিক্ষিকা ঘেরাও করে বিক্ষোভ দেখল মায়েরা।।

বালুরঘাট, ২৮ নভেম্বর: নিয়মিত খাবার দেওয়া হয়না বাচ্চাদের। এমনকি সরকার নির্ধারিত পরিমাণ মত খিচুড়ি, ডিম, কলাও দেওয়া হয় না। বাচ্চাদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ডাকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাল মায়েরা। এমনকি নিম্নমানের খাবার কুকুরেও খায় না বলে অভিযোগ। গোটা ঘটনায় জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানাতে চলেছে গ্রামবাসীরা। যদিও সময়মতো মায়েরা বাচ্চাদের না নিয়ে এসে শুধু খাবার নেবার সময় আসে। এর প্রতিবাদ করায় এদিন তাকেই ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ অঙ্গনারী সেন্টারের দিদিমণির।

জানা গেছে, বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ডাকরা অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রায় ২০ জন বাচ্চা ও কয়েকজন গর্ভবতী মহিলাকে নিয়মিত খাবার দেওয়া হয়ে থাকে। প্রত্যেকদিন সকালে বাচ্চাদের খিচুড়ির পাশাপাশি ডিম কলা দেওয়া হয়। মূলত গর্ভবতী মায়েদের ও বাচ্চাদের পুষ্টি যুক্ত খাবার সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। অভিযোগ, বিগত বেশ কয়েক মাস ধরে এই অঙ্গনারী কেন্দ্র থেকে বাচ্চাদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত পরিমাণ খাবার ও বাচ্চাদের দেওয়া হচ্ছে না। এমনকি বাচ্চাদের উন্নত পড়াশুনাটুকু হয়না এই অঙ্গনওয়াড়ি সেন্টারে। প্রত্যেকদিন সবজি বাদে শুধু খিচুড়ি অর্ধেক ডিম ও একটি কলা চারজনকে দেওয়া হয়। এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে বলে তিনি উল্টে নানা রকম হুমকি দেখান বলে অভিযোগ। অবশেষে এদিন দুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। সরকারি নির্ধারিত খাবারের পাশাপাশি নিয়মিত পড়াশোনা যাতে হয় তার দাবি তুলেছেন স্থানীয়রা। এনিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই বিডিও আইসিডিএস দপ্তরে অভিযোগ জানাবেন গ্রামবাসীরা।

এবিষয়ে বিক্ষোভকারীরা পায়েল দাস সরকার জানান, সরকার যেখানে এত টাকা খরচ করছে বাচ্চা এবং প্রসূতিরা সঠিক পুষ্টি পায় তার জন্য। সেখানে তাদের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চাদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। যে খাবার দেয়া হয় তা কুকুরও খেতে চায় না। সেখানে বাচ্চারা কি করে খাবে। শুধু খিচুড়ি ও অর্ধেক ডিম দেওয়া হচ্ছে বাচ্চাদের। অথচ প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের গোটা ডিম, কলা ও শাকসবজিতে ভর্তি খিচুড়ি দেওয়া হয়। সেখানে এখানে কোনো কিছুরই বালা নেই। সঠিকভাবে যেতে খাবার দেওয়া হয় তার জন্য আজকে তারা বিক্ষোভ দেখিয়েছেন।

যদিও এবিষয়ে অভিযোগ ওঠা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাবল বাণী মুন্সি জানান, নির্দিষ্ট টাইমেই বাচ্চাদেরকে নিয়ে কেউ আসেনা। শুধু যখন খাবার দেওয়া হবে তখনই আসেন। এমনকি সপ্তাহের সব ডিম একসঙ্গে নেবেন। তা দেবেন না বলে জানিযয়েছিলেন। এরই প্রতিবাদে এদিনের বিক্ষোভ কর্মসূচি। তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। আগামীকাল এই নিয়ে বৈঠক রয়েছে সেখানে তিনি পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.