ETV Bharat / state

বংশীহারিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

author img

By

Published : Jun 8, 2021, 7:23 PM IST

allegations-of-molestation-against-primary-school-head-master-in-banshihari
বংশীহারিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

বংশীহারিতে ছোটো কড়ই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ৷ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের গলায় জুতো মালা পড়িয়ে দেন অভিভাবকরা ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷

বংশীহারি (দক্ষিণ দিনাজপুর), 8 জুন : লকডাউনে মিড-ডে মিল দেওয়ার নাম করে চতুর্থ শ্রেণির ছাত্রীদের ডেকে স্কুল পরিষ্কার করানো এবং শ্লীলতাহানীর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে । মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে বিদ্যুতের পোলের সঙ্গে বেঁধে গলায় জুতোর মালা পরিয়ে দিলেন অভিভাবকরা । ঘটনাটি ঘটেছে বংশীহারি ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের ছোটো কড়ই প্রাথমিক বিদ্যালয়ে । প্রধান শিক্ষক সঞ্জীব বিশ্বাসের বিরুদ্ধে বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

গ্রামবাসীদের অভিযোগ, ছোটো কড়ই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব বিশ্বাস প্রায়ই রাস্তায় ছাত্রীদের দেখতে পেয়ে স্কুলে ডেকে নিত । মঙ্গলবারও চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে মিড-ডে মিল নেওয়ার জন্য স্কুলে ডাকে ৷ কিন্তু, ওই ছাত্রী যেতে রাজি হয় না ৷ পরে বাড়িতে গিয়ে তার মা-কে জানায় সে ৷ তার মাও স্কুলে যেতে জোর করে ৷ কিন্তু সে স্কুলে যেতে রাজি হয় না ৷ এর পর বাধ্য হয়ে সে তার মাকে সব কথা জানায় ৷

মেয়ের কাছে সব শুনে তিনি, গ্রামের অন্যান্যদের বিষয়টি জানান ৷ তখন ওই স্কুলের চতুর্থ শ্রেণির অন্যান্য ছাত্রীরাও তাদের বাবা মাকে সব খুলে বলে ৷ এর পরেই অভিভাবক ও গ্রামবাসীরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের উপর চড়াও হন ৷ প্রধান শিক্ষক সঞ্জীব বিশ্বাসকে বিদ্যুতের পোলের সঙ্গে বেঁধে দেওয়া হয় ৷ এর পর তার গলায় জুতোর মালা পড়িয়ে দেন গ্রামবাসীরা ৷

আরও পড়ুন : নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তের বাড়ি ভাঙচুর স্থানীয়দের

খবর পেয়ে বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সঞ্জীব বিশ্বাসকে থানায় নিয়ে যায় ৷ তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ বংশীহারির পরিদর্শক বিষয়টি স্কুল শিক্ষাবন্ধু দফতরে জানিয়েছেন ৷ সেখান থেকে রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিদর্শক মোকসেদ আলম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.