ETV Bharat / state

হাড়ে ক্যানসার, ছেলেকে বাঁচানোর কাতর আবেদন পরিবারের

author img

By

Published : May 10, 2021, 3:06 PM IST

হাড়ে ক্যানসার, ছেলেকে বাঁচানোর কাতর আবেদন পরিবারের
হাড়ে ক্যানসার, ছেলেকে বাঁচানোর কাতর আবেদন পরিবারের

বংশীহারী ব্লকের 5 নং মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর এলাকার সুশান্ত সরকার । বংশীহারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র । প্রায় কয়েক বছর ধরে বোন ক্যান্সারে আক্রান্ত সে । প্রায় তিন বছর আগে এলাকার একটি গ্রামের মাঠে গিয়ে ক্রিকেট খেলার সময় ডান পায়ে আঘাত লাগে সুশান্তের । তারপর পায়ের অপারেশনও হয় ৷ কিন্তু, বছর খানেক আগে বাম পায়ের হাঁটু ফুলে ওঠে ৷ জানা যায়, সে বোন ক্যানসারে আক্রান্ত ৷

বংশীহারী, 10 মে : বয়স 15-র কোঠা পার হয়নি ৷ এইসময় চোখে কত স্বপ্ন থাকে ৷ ভালভাবে বাঁচার স্বপ্ন ৷ ভবিষ্যত গড়ার স্বপ্ন ৷ কিন্তু, এই বয়সেই জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর সুশান্ত সরকার ৷ হাড়ের ক্যানসার বাসা বেঁধেছে তাঁর শরীরে ৷ এই বয়সে জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন সে ৷ এদিকে, তাঁর চিকিৎসার অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না নিম্নবিত্ত পরিবারের পক্ষে ৷ স্কুল ছাত্র সুশান্ত সরকারের পরিবারের একটাই দাবি, তাদের ছেলেকে যে কোনও উপায়ে বাঁচানো হোক ।

বংশীহারী ব্লকের 5 নং মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর এলাকার সুশান্ত সরকার । বংশীহারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র । প্রায় কয়েকবছর ধরে বোন ক্যান্সারে আক্রান্ত সে । প্রায় তিন বছর আগে এলাকার একটি গ্রামের মাঠে গিয়ে ক্রিকেট খেলার সময় ডান পায়ে আঘাত লাগে সুশান্তের । কয়েকদিন পর থেকে ডান পায়ে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় । মালদা, বালুরঘাট সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পরেও কোনও লাভ হয়নি ৷ এরপর সমস্ত জমিজমা বেচে ছেলেকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যায় তাঁর বাবা-মা ৷ চিকিৎসা করার ফলে বেশ কিছুদিন সুস্থও ঠিল সে ৷ তার ডান পায়ে অপারেশন করে লোহার রড ঢোকানো হয় । বাড়ি ফিরে আসার পর চলাফেরা করতে না পারায় ট্রাই সাইকেলের ব্যবস্থা করা হয় একটি সংস্থার পক্ষ থেকে । কিন্তু, সুস্থতা ও স্বস্তি ছিল সাময়িকের ৷ বছর খানেক আগে তাঁর বা পায়ের হাঁটুর উপরে ফুলে উঠে । এলাকার লোকজনের সাহায্যে সুশান্তকে নিয়ে তাঁর বাবা-মা চিকিৎসার জন্য মালদায় নিয়ে যায় ৷ সেখানকার চিকিৎসক বলেন, কলকাতা কিংবা বেঙ্গালুরুতে নিয়ে গেলে তবেই তাদের ছেলে বাঁচবে । তার জন্য অনেক টাকার প্রয়োজন ৷ সুশান্তের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না ৷ তাঁর বাবা লোকের বাড়ি কাজ করে সংসার চালায় ৷ তাদের দাবি ছেলেকে সাহায্যের জন্য যেন যথাযথ ব্যবস্থা করা হয় ।

হাড়ে ক্যানসার, ছেলেকে বাঁচানোর কাতর আবেদন পরিবারের

এলাকার এক সমাজসেবী রূপা চক্রবর্তী জানান, "আমার এলাকার সুশান্ত সরকার ছোট থেকে পড়াশোনাতে খুব ভাল । বংশীহারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র ছিল । প্রায় তিন বছর আগে এলাকার একটি গ্রামের মাঠে গিয়ে ক্রিকেট খেলার সময় ডান পায়ে আঘাত লাগে সুশান্ত সরকারের । এখন এই পরিস্থিতিতে যদি কেউ তাকে সাহায্য করে তাহলে ছেলেটা বাঁচে ৷ তাহলে সুশান্ত জীবনটা একটু ভালভাবে কাটাতে পারত ।

আরও পড়ুন, অর্থে অমিত, শিল্পে পার্থ, শিক্ষায় ব্রাত্য; কে পেলেন কোন মন্ত্রক ?

এই বিষয়ে সুশান্ত সরকারের মা রিনা সরকার বলেন, "প্রায় তিন বছর আগে এলাকার একটি গ্রামের মাঠে গিয়ে ক্রিকেট খেলার সময় ডান পায়ে আঘাত লাগে ছেলের । কয়েকদিন পর থেকে সেই ডান পায়ে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় । মালদা বালুরঘাট সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পরেও কোনও লাভ না হওয়ায় জমিজমা বেচে কলকাতায় চিকিৎসা করাতে যাই । কিছুদিনের জন্য সুস্থ হয়ে উঠলেও অপারেশনের বেশ কয়েকদিন পর তার বাম পায়ের হাঁটুর উপরে ফুলে ওঠে । এলাকার লোকজনের সাহায্যে ছেলেকে নিয়ে যাই মালদায় । কিন্তু সেখানকার ডাক্তার বাইরে নিয়ে যেতে বলে । কিন্তু কীভাবে নিয়ে যাব ,কোনও টাকা পয়সা নেই । যদি কোনও সরকারি সাহায্য পাওয়া যেত তাহলে আমার ছেলে বেঁচে যেত ।

বংশীহারী ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গণেশ প্রসাদ জানান, আমি শুনেছি ঘাসিপুর এলাকার স্কুল ছাত্র সুশান্ত সরকার অনেকদিন থেকে অসুস্থ । আমি চেষ্টা করছি যেন খুব তাড়াতাড়ি তারা সরকারি সাহায্য পায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.