ETV Bharat / state

ক্যানিংয়ে প্রকাশ্যে গুলি, জখম দুই তৃণমূল কর্মী

author img

By

Published : Jun 16, 2021, 8:30 AM IST

তৃণমূল কর্মীদের লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি ৷ চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিয়ের সাতমুখী এলাকায় ৷ জখম দুই তৃণমূল কর্মী আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ৷

tmc workers injured in shooting
tmc workers injured in shooting

ক্যানিং, 16 জুন : দলীয় কার্যালয় থেকে ফেরার পথে গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী ৷ গতরাতে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার সাতমুখী এলাকায় ঘটনাটি ঘটে ৷ জখম হন আলম শেখ, অন্যজন রহমত শেখ ৷ আলম ও রহমতকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতারা ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নিকারীঘাটা এলাকার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ফিরছিলেন আলম ও রহমত ৷ সেই সময় হঠাৎ সাতমুখীর বাজার চত্ত্বরে গুলি চলে ৷ জখম হন দুজনই ৷ স্থানীয়রা জখম আলম ও রহমতকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায় ৷ সেখানে তাঁরা আপাতত চিকিৎসাধীনে রয়েছেন ৷

আরও পড়ুন : জীবনতলায় মদের আসরে গুলি, মৃত্যু যুবকের

এই ঘটনাকে কেন্দ্র করে ক্যানিংয়ে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে ৷ ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক পরেশ দাস বলেন, "বিজেপি ও আরএসএস আশ্রিত দুষ্কৃতীদের দিন দিন দৌরাত্ম বেড়েছে ৷ রাতে আমাদের কর্মীদের উপর গুলি চালিয়েছে ৷" অন্যদিকে গুলি চালানোর এই অভিযোগকে উড়িয়ে দিয়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে দায় করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷

গুলি চলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আহত দলীয় কর্মীদের দেখতে রাতেই হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করে স্থানীয় তৃণমূল কর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.