ETV Bharat / state

Mousuni Island Solar Plants: ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মৌসুনি দ্বীপের জোড়া সৌরবিদ্যুৎ প্লান্ট

author img

By

Published : Dec 13, 2022, 3:37 PM IST

Two solar plants in Mousuni Island in tatters
Two solar plants in Mousuni Island in tatters

রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মৌসুনি দ্বীপের দু’টি সৌরবিদ্যুৎ প্লান্ট (Two solar plants in Mousuni Island in tatters) ৷ যার মধ্যে একটি কেন্দ্রের খরচায় করা ৷

মৌসুনি দ্বীপ, 13 ডিসেম্বর: মৌসুনি দ্বীপে কার্যত ধ্বংসের মুখে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে তৈরি দু’টি সৌরবিদ্যুৎ প্রকল্প (Two solar plants in Mousuni Island in tatters) ৷ রক্ষণাবেক্ষণের অভাবে রীতিমত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বাগডাঙার 55 কিলোওয়াট এবং বালিয়াড়ার 110 কিলোওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্রটি ৷ 2000 সালে প্রথম মৌসুনির বাগডাঙাতে 55 কিলোওয়াটের এই সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয় ৷

2001 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত মৌসুনির বাগডাঙাতে 55 কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন ৷ বেশ কিছুদিন পর মৌসুনির বালিয়াড়াতে 110 কিলোওয়াটের আরেকটি সোলার প্রজেক্ট শুরু হয় ৷ যেটি কেন্দ্রীয় সরকারের তরফে শুরু করা হয় ৷ তারপর বেশ কয়েকবছর মৌসুনি দ্বীপের বাসিন্দারা ওই সৌরবিদ্যুৎ প্রকল্পের সুবিধাও পান ৷ কিন্তু, আমফান ঝড়ে বালিয়াড়া সৌরবিদ্যুৎ প্রকল্পটি একেবারেই নষ্ট হয়ে যায় ৷ কিন্তু, মৌসুনি বাগডাঙা গ্রামপঞ্চায়েত সংলগ্ন 55 কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পটি দীর্ঘদিন ধরে পরিচর্যার অভাবে বিকল হয়ে পড়ে রয়েছে ৷

ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মৌসুনি দ্বীপের 2টি সৌরবিদ্যুৎ প্লান্ট

আরও পড়ুন: প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে পর্যটকদের অপেক্ষায় মৌসুনি দ্বীপ

এই পরিস্থিতিতে, মৌসুনি গ্রাম পঞ্চায়েতের তরফে ওই 110 কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের জায়গায় খেলার মাঠ, কৃষি বাজার তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে ৷ এ নিয়ে কেন্দ্রের অপ্রচলিত শক্তি মন্ত্রকের কাছে অনুমতি চেয়ে একটি চিঠিও দিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু, সেখান থেকে কোনও জবাব এখনও আসেনি ৷ ফলে সেই কাজও করা যাচ্ছে না বলে জানিয়েছে মৌসুনি গ্রাম পঞ্চায়েত ৷ এই পরিস্থিতিতে সৌরবিদ্যুতের সুবিধাও পাচ্ছেন না গ্রামবাসীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.