ETV Bharat / state

জলের তলায় সুন্দরবনের দুই দ্বীপ, চলছে বাঁধ মেরামতির কাজ

author img

By

Published : May 27, 2021, 11:14 AM IST

জলের তলায় সুন্দরবনের দুই দ্বীপ
জলের তলায় সুন্দরবনের দুই দ্বীপ

নামখানা ব্লকের মৌসুনি এবং সাগর ব্লকের ঘোড়ামারা দ্বীপ দুটিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অনেক গ্রাম । জলমগ্ন একের পর পর চাষজমি । এই অবস্থায় জোরকদমে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন ও সেচ দফতর ।

সাগর, 27 মে : একদিকে যশের দাপট, অন্যদিকে পূর্ণিমার কোটাল ৷ জোড়া ধাক্কায় ব্যাপক হারে জলস্ফীতি হয় সুন্দরবনের নদী ও সমুদ্রে । তবে উপকূলের ভাঙন কবলিত দুই দ্বীপ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । দু'টি দ্বীপের মধ্যে একটি নামখানা ব্লকের মৌসুনি এবং অপরটি সাগর ব্লকের ঘোড়ামারা । দুটি দ্বীপেই বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অনেক গ্রাম । জলমগ্ন একের পর পর চাষজমি । এই অবস্থায় জোরকদমে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন ও সেচ দফতর ।

বুধবার সকালেই মৌসুনি দ্বীপের চিনাই নদীর তীরবর্তী পয়লা ঘেরি, বালিয়াড়া এবং কুসুমতলা এলাকার বাঁধ ভেঙে যায় ৷ নোনাজলে প্লাবিত হয় গোটা এলাকা । তবে ঝড় আসার আগেই প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ৷ কিন্তু গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ায় অধিকাংশ কাঁচা বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে । এছাড়াও নদী লাগোয়া বিঘের পর বিঘে চাষ জমি জলের তলায় চলে যাওয়ায়, ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা । বালিয়াড়ার বাসিন্দা মিঠুন পাত্র বলেন, "ঝড় না হলেও বাঁধ ভেঙে সর্বনাশ হয়ে গেল । মাটির ঘরটা তো ভেঙেই পড়েছে ৷ মাঠ বোঝাই সব সবজি জলের তলায় চলে গেল ৷ কীভাবে ক্ষতিপূরণ হবে জানি না ।"

চলছে বাঁধ মেরামতির কাজ
চলছে বাঁধ মেরামতির কাজ

তবে বাঁধ ভাঙার খবর পাওয়ার পরই স্থানীয় ব্লক প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে যায় মৌসুনিতে । বিডিও শান্তনু সিংহ ঠাকুরের নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু হয় । বিডিও বলেন, "যতক্ষণ না এলাকা থেকে জল নামছে, ততক্ষণ সাধারণ মানুষকে ফ্লাড সেন্টারেই রাখা হচ্ছে । ইতিমধ্যেই বাঁধ মেরামতি শুরু হয়ে গিয়েছে ।"

জলের তলায় সুন্দরবনের দুই দ্বীপ, চলছে বাঁধ মেরামতির কাজ

সাগর বিধানসভা কেন্দ্রের ঘোড়ামারা দ্বীপের ছবিটাও অনেকটাই একইরকম ৷ খাসিমারা, চুনপুরি, রায়পাড়া ও মন্দিরতলা সহ একাধিক জায়গায় নদী ও সমুদ্র বাঁধ ভেঙে প্লাবন দেখা দিয়েছে । শয়ে শয়ে মাটির বাড়ি জলের তলায় । পানের বরজ ও সবজি ক্ষেত ডুবে গিয়েছে নোনাজলে । এই এলাকা থেকে বাসিন্দাদের আগেই সরিয়ে আনা না হলে বড়সড় বিপদ ঘটত বলে মত প্রশাসনের । সেখানেও তড়িঘড়ি চলছে বাঁধ তৈরির কাজ ৷ দ্বীপের বিধ্বস্ত এলাকাগুলির অধিকাংশ বাসিন্দাকেই দ্বীপ থেকে দ্রুত সরিয়ে আনা হচ্ছে ।

আরও পড়ুন : আয়লা-আমফানের পর যশের ধ্বংসলীলা, অন্ধকারে সুন্দরবনের ভবিষ্যত্

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, "ঝড়ের চাইতেও কোটালের জলস্ফীতির জেরে প্লাবিত হয়েছে অনেক এলাকা । উত্তাল সমুদ্রের দাপটে বাঁধও ভেঙেছে কয়েক জায়গায় । তবে দ্রুত সব মেরামতি করে সারিয়ে তোলা হবে । তবে প্রত্যন্ত দ্বীপ এলাকার মানুষদের আপতত ফ্লাড সেন্টারেই থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । এলাকা থেকে জল নামলে তবেই তাঁদের বাড়ি ফেরানো হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.