ETV Bharat / state

Ballygunge-Namkhana Trains Service: শনিবার রাত থেকে 11 ঘণ্টার জন্য ট্রেন বন্ধ থাকবে বালিগঞ্জ-নামখানা শাখায়, বিজ্ঞপ্তি রেলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 3:47 PM IST

Ballygunge-Namkhana Trains Service
Ballygunge-Namkhana Trains Service

Trains Service will be Stopped Ballygunge-Namkhana Branch: জয়নগর-মজিলপুর স্টেশনে কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার বেলা পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক হবে ৷ সেই কারণে রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে৷ সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বেশ কিছু ট্রেন বাতিল হবে ওই শাখায় ৷ পাশাপাশি কিছু ট্রেনের যাত্রা সংক্ষপ্তি করা হবে ৷ সময় পরিবর্তনও করা হচ্ছে কয়েকটি ট্রেনের ৷

জয়নগর, 4 নভেম্বর: ভেঙে ফেলা হবে জয়নগর-মজিলপুর স্টেশনের পুরনো ফুট ওভারব্রিজ ৷ সেই কারণে শনিবার রাত থেকে রবিবার বেলা পর্যন্ত শিয়ালদা ডিভিশনের বালিগঞ্জ-নামখানায় শাখায় ব্যাহত হবে ট্রেন চলাচল ৷ রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনই ঘোষণা করা হয়েছে ৷

পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আজ শনিবার রাত 11টা 10 মিনিট থেকে আগামিকাল রবিবার সকাল 10টা 10 মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে ৷ সেই কারণে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে ৷ একাধিক ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে ৷ কিছু ট্রেনের সময়ও পরিবর্তন করা হচ্ছে ৷

শনিবার রাতে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরগামী একটি ট্রেন বাতিল করা হচ্ছে (ট্রেন নম্বর - 34752) ৷ রবিবার সকালে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরগামী দু’টি ট্রেন বাতিল করা হচ্ছে (ট্রেন নম্বর - 34716 ও 34720) ৷ শনিবার রাতে লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদার দিকে আসার কোনও আপ ট্রেন বাতিল হচ্ছে না ৷ কিন্তু রবিবার সকালে ওই শাখায় পাঁচটি আপ ট্রেন বাতিল করা হচ্ছে (ট্রেন নম্বর - 34713, 34715, 34717, 34721 ও 34725) ৷

এছাড়া সোনারপুর ও ডায়মন্ড হারবারের মধ্যে চলাচলকারী একটি করে আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে (ট্রেন নম্বর - 34882 ও 34881) ৷ বারুইপুর ও ডায়মন্ড হারবার (ট্রেন নম্বর - 34891 ও 34892) এবং বারুইপুর ও লক্ষ্মীকান্তপুরের (ট্রেন নম্বর - 34331 ও 34332) মধ্যে চলাচলকারী একটি করে আপ ও ডাউন ট্রেন বাতিল করেছে রেল ৷

এই ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে বেশ কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে ৷ পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাতে 34754 ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল বারুইপুর পর্যন্ত চলবে ৷ রবিবার সকালে 34712, 34714, 34718 ও 34722 ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল দক্ষিণ বারাসত স্টেশন পর্যন্ত চলবে ৷

রবিবার সকালে 34791, 34719, 34723 ও 34729 আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল দক্ষিণ বারাসত স্টেশন থেকে ছাড়বে ৷ এছাড়া 34727 আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল রবিবার সকাল 8টা 35 মিনিটের পরিবর্তে সকাল 10টায় (1 ঘণ্টা 25 মিনিট পর) লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ছাড়বে ৷

রেলের তরফে আরও জানানো হয়েছে যে কাজ শেষ হওয়ার পর একটি ট্রেন লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে ৷ সেই ট্রেনটি কখন ছাড়বে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি ৷ আর এই কাজের জন্য যে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হবে, সেই বিষয়টি রেল অবগত ৷ তাই রেলের বিজ্ঞপ্তির একেবারে শেষে লেখা, ‘‘অসুবিধার জন্য দুঃখিত ৷’’

আরও পড়ুন: বালিগঞ্জে ছিঁড়ল ওভারহেডের তার, দিনের ব্যস্ত সময়ে নাকাল নিত্যযাত্রীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.